নিউজ ডেস্ক: বিশ্ব অ্যাথলেটিক্সের সৌহার্দের মঞ্চে জ্বলন্ত দৃষ্টান্ত রাখলেন নীরজ চোপড়া। অলিম্পিকে ভারতের সোনাজয়ী জ্যাভলার ফোন করলেন পাকিস্তানে তাঁর প্রতিপক্ষ ইয়াসির সুলতানকে। কারণ, দিন কয়েক আগে এশিয়ান অ্যাথলেটিক্সের মঞ্চে পাক জ্যাভলার ব্রোঞ্জ জিতেছেন। তাই ফোনে শুভেচ্ছে জানালেন নীরজ।
অতীতে ভারতীয় খেলোয়াড়দের পক্ষ থেকে এই দৃষ্টান্ত রয়েছে কিনা জানি না, কিন্তু সম্প্রতি দু’দেশের পরিস্থিতির কারণে সেই সৌহার্দ্য পরিবেশ অনেকটাই বিঘ্নিত। কিন্তু নীরজ সব বাধা টপকে এই শুভেচ্ছায় জানানোয় কিছুটা হলে বিস্মিত পাক অ্যাথলিট। কিন্তু তিনি যে খুশি হয়েছেন সে কথা গোপন রাখেননি। সুইৎজারল্যান্ডের লুসান ডায়মন্ড লিগে ৮৭.৬৬ মিটার থ্রো করে পদক নিশ্চিত করেন নীরজ। শান্ত স্বভাবের নীরজের এবার মানবিক দিকটি তুলে ধরলেন তাঁর অন্যতম প্রতিপক্ষ পাকিস্তানের ইয়াসির সুলতান। নীরজের মানবিক আচরণে যে তিনি বিস্মিত এবং পাশাপাশি গর্বিত তাও জানিয়েছেন ইয়াসির।
আরও পড়ুন: Sonia Baishya: সোনিয়ার জোড়া সোনায় উৎসব রায়গঞ্জে
প্রসঙ্গত পাকিস্তানের অন্যতম সেরা জ্যাভলিন থ্রোয়ার ইয়াসির সুলতান কয়েক দিন আগেই এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে দেশের হয়ে পদক জেতেন। ব্রোঞ্জ পদকজয়ী ইয়াসিরকে নিজে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন নীরজ। নীরজের এই আচরণে মুগ্ধ ইয়াসির। সে কথা তিনি গোপন রাখেননি। পাশাপাশি বিষয়টি যে তাঁর কাছে বড় সারপ্রাইজ ছিল, তাও জানিয়েছেন তিনি। ইয়াসির বলেন, ‘নীরজ আমাকে ভবিষ্যত ইভেন্টগুলোর জন্য শুভেচ্ছা জানিয়েছে।’
পাকিস্তানের জিও টিভিতে এক সাক্ষাৎকারে ইয়াসির বলেন, ‘আমার কাছে বিষয়টি (নীরজের ফোন) পুরোপুরি বিস্ময়কর। পাশাপাশি দারুণ এক আনন্দের মুহূর্ত। নীরজ চোপড়া আমাকে ফোন করেছিলেন। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সাফল্যের জন্য শুভেচ্ছা জানান আমাকে। আমি ব্রোঞ্জ জিতেছিলাম। ভবিষ্যৎ ইভেন্টের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন নীরজ।’