নিউজ ডেস্ক: আচমকাই ব্যাট-প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ক্রিকেটার মনোজ তিওয়ারি। রাজ্যের ক্রীডা প্রতিমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেও নিয়মিত ক্রিকেট খেলে গিয়েছেন। আজ নিজের ফেসবুক পোস্টে নিজের অবসরের কথা জানান। রঞ্জি না জিতেই ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। বরাবরই লক্ষ্য় ছিল রঞ্জি জয়। সেটাকে পাখির চোখ করে গত মরসুম নেমেছিলেন মাঠে। বাংলার অধিনায়ক হিসেবে খেলতে নেমেছিলেন। কিন্তু এনে দিতে পারেননি সাফল্য। ফাইনালে উঠে হারতে হয়েছিল। পুরো মরশুমে খারাপ খেলেননি তিনি। কিন্তু ঘরের মাঠে সৌরাষ্ট্রের কাছে হারতে হয়।
গতবার হারের পর মনোজ তিওয়ারি জানিয়েছিলেন তিনি আরও খেলতে চান। রঞ্জি ট্রফি হাতে নিতে চান তিনি। আশা করার হয়েছিল পরের মরশুমে তিনি খেলবেন। বাংলা ক্রিকেট দল তাঁকে নিয়ে পরিকল্পনাও করেছিল। কিন্তু আচমকাই ঘোষণা করলেন অবসরের। ক্রিকেট জীবনে ইতি টানলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী।
ফেসবুকে মনোজ তিওয়ারি লেখেন, ‘ক্রিকেট খেলাকে বিদায়। এই গেমটি আমাকে সবকিছু দিয়েছে। আমি জীবনে এমন জিনিস পেয়েছে একাধিক ছোট জিনিস যা আমি স্বপ্নে ভাবিনি। এই খেলা এবং ঈশ্বরের কাছে সর্বদা কৃতজ্ঞ থাকব, যিনি সর্বদা আমার পাশে ছিলেন। এই সময় আমি সেই সমস্ত মানুষদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যারা আমার ক্রিকেট যাত্রায় অংশ ছিলেন। আমার শৈশব থেকে শুরু করে গত বছর পর্যন্ত আমার সমস্ত কোচকে ধন্যবাদ যারা আমার ক্রিকেটে ভূমিকা রেখেছেন। মানবেন্দ্র ঘোষ, আমার ক্রিকেট যাত্রায় বাবার মত তিনি আমার স্তম্ভ। তিনি না থাকলে আমি ক্রিকেটের বৃত্তে কোথাও পৌঁছতে পারতাম না।’
আরও পড়ুন: Virat Kohli: বিশ্রামের ‘ধকল’ কাটাতে পারবেন কোহলি
সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর বাংলা থেকে যদি কোনও ব্যাটার উঠে থাকেন জাতীয় মঞ্চে তিনি মনোজ। তবে তিনি পারফর্ম করেও জাতীয় দল থেকে বাদ পড়েছেন। ২০০৮ সালে জাতীয় দলে অভিষেক করেন তিনি। এরপর তিনি ১২টা একদিনের ম্যাচ খেলেছেন। করেছেন ২৮৭ রান। রয়েছে একটি সেঞ্চুরি। নিয়েছেন ৫টা উইকেট। টি-২০ ক্রিকেটে তিনি তিনটে ম্যাচ খেলেছেন। তবে তাঁর ক্রিকেট কেরিয়ার দীর্ঘায়িত না হওয়ার অন্যতম কারণ হচ্ছে চোট আঘাত। যার ফলে তিনি টানা খেলার সুযোগ পাননি।