নিউজ ডেস্ক: চোরের হানায় এবার রক্ষা পেল না মর্গও। নিত্যদিন লোক চক্ষুর আড়ালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ কাটাছেড়ার মর্গের ভেতর ঢুকে একাধিক সামগ্রী চুরি করে পালাচ্ছে দুষ্কৃতীরা। চোখের নিমেষে লাপাতা হয়ে যাচ্ছে কখনো মৃতদেহ ময়না তদন্তে কাটা ছেঁড়ার কাজে ব্যবহৃত ছুরি, কাঁচি সহ মূল্যবান যন্ত্রপাতি। এমনকি মৃতদেহ ঢাকার পলিথিনও চুরি যাচ্ছে।
দীর্ঘদিন ধরেই এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মর্গের ময়না তদন্তের কাজে নিযুক্ত কর্মীদের। কিছুতেই রহস্যের উদঘাটন করে উঠতে পারছেন না কর্মীরা। মর্গের কর্মীদের তরফে বিষয়টি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল ফাঁড়িকেও জানানো হয়েছে। বিষয়টি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার দৃষ্টিগোচরে এনে স্মারকলিপি পেশ করেন কর্মীরা।
আরও পড়ুন: Calcutta High Court: জলাশয় আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে পুকুর ভরাটকারীকেই নিদান হাইকোর্টের
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা বলেন, “ভাবতে পারছি না এমন ঘটনা ঘটতে পারে। পুলিশকে জানাব। পাশাপাশি মর্গের দায়িত্বে থাকা কারও গাফিলতি আছে কি না খতিয়ে দেখা হবে”। মর্গে গন্ধের জেরে সাধারন মানুষের গা গুলিয়ে ওঠে। নানান ভৌতিক গুজবের জেরে মানুষ মর্গের আশপাশে যেতে ভয় পান সেই মর্গ থেকে জিনিসপত্র চুরি হওয়ায় অবাক হয়েছেন অনেকেই।