নিউজ ডেস্ক: ‘ইক্যুয়াল ওয়েট’ নয়, চিনের অর্থনীতিকে ছাপিয়ে ‘ওভারওয়েট’ অর্থনীতিতে প্রবেশ করেছে ভারত। সাম্প্রতিক রিপোর্টে এবার এমনটাই জানিয়েছে মার্কিন সংস্থা ‘মর্গ্যান স্ট্যানলি’।
আমেরিকার এই বিখ্যাত আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থার দাবি, দেশীয় অর্থনীতিতে সংশোধন এবং স্থিতিশীলতার কারণে বিনিয়োগ এবং মূলধন লাভের ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি উন্নতি করেছে ভারত। সেকারণে আন্তর্জাতিক অর্থনীতিতে ভারতকে নিয়ে যাওয়া হয়েছে ‘ওভারওয়েট’ স্তরে। অর্থাৎ, ভবিষ্যতে অর্থনীতিতে ভারতের বিপুল উত্থানের সম্ভাবনা রয়েছে দাবি মার্কিন এই সংস্থার।
উল্লেখ্য, আর্থিক উন্নয়নের বিচারে আমেরিকার ‘ট্রিপল এ’ তকমা ছাঁটাই করেছে ‘মর্গান স্ট্যানলি’। অন্যদিকে, সম্প্রতি আর্থিক মন্দার সম্মুখীন হয়েছে বেজিং। অথচ এই পরিস্থিতিতে জিডিপি’র হার ক্রমশ বৃদ্ধি হয়েছে ভারতে। এই মুহূর্তে ৬.২ শতাংশের উপরে রয়েছে সেই সূচক। মর্গান স্ট্যানলির বিশ্লেষণ অনুযায়ী, আন্তর্জাতিক অর্থনীতির উন্নয়নে যা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
সংস্থার রিপোর্ট বলছে, এই মুহূর্তে জিডিপি র্যাঙ্কিং’এ প্রথম স্থানে রয়েছে ভারত। আর এর কারণ হিসাবে এই মার্কিন সংস্থার দাবি, আন্তর্জাতিক বিনিয়োগ বাড়াতে সম্প্রতি বেশকিছু গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পদক্ষেপ নিয়েছে ভারত। সেইসঙ্গে, উন্নতমানের ডিজিটাল প্রযুক্তি ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে আরও সাহায্য করেছে বলেও দাবি মর্গান স্ট্যানলির।
প্রসঙ্গত, ভারতীয় অর্থনীতিকে সম্প্রতি ‘উন্নয়নশীল’ অর্থনীতি হিসাবে চিহ্নিত করেছিল বিশ্ব ব্যাঙ্ক, ‘ব্লুমবার্গ ইকোনমিক্স’ এবং আইএমএফ’র মতো আমেরিকার আর্থিক সংস্থাগুলি। সেই তালিকায় নাম ছিল ‘মর্গান স্ট্যানলি’রও। সংস্থার নভেম্বরের রিপোর্ট অনুযায়ী, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে চলেছে ভারত। আর সেই অনুযায়ী, ‘আন্ডারওয়েট’ থেকে ‘ইক্যুয়াল ওয়েট’এ ভারতকে স্থানান্তরিত করছিল এই সংস্থা।