নিউজ ডেস্ক: পড়াশোনার সত্যিই কোনো বয়স নেই। মানুষ সারাজীবন শিখছে, পড়ছে আবার ভুলেও যাচ্ছে। আবার অনেকেই আছেন যাঁদের পড়াশোনা করার ইচ্ছে থাকলেও উপায় ছিল না। কিশোর বয়সে স্কুলের গন্ডি পেরোনোর আগেই স্কুলছুট হতে হয়েছিল তাঁদের। সময়ের স্রোতে বয়স বেড়েছে তবে পড়াশোনার ইচ্ছে যায়নি। আর তাই বয়সকে পড়াশোনায় বাধা না হতে দিয়ে এক বৃদ্ধ ভরতি হলেন স্কুলে।
ঘটনাটি মিজোরামের চম্পাই জেলার। ৭৮ বছর বয়সি বৃদ্ধ লালরিংথারা ভরতি হলেন নবম শ্রেনীতে। রীতিমতো স্কুল ড্রেস পরে পিঠে ব্য়াগ নিয়ে স্কুলে যাচ্ছেন ওই বৃদ্ধ। চলতি বছরে রুয়াইকন গ্রামের রাষ্ট্রীয় শিক্ষা অভিযান হাইস্কুলে ভরতি হয়েছেন তিনি। ছোটোবেলায় পারিবারিক সমস্যার কারণে স্কুলছুট হতে হয়েছিল তাঁকে। অবশেষে ৭৮ বছর বয়সে এসে সেই ইচ্ছে পূরণ হল তাঁর। লালরিংথারার মিজো ভাষায় পারদর্শী। তবে তাঁর ইচ্ছে ইংরেজি ভাষায় চিঠি লেখা ও টিভিতে খবর পড়া। তাই ইংরেজি ভাষা শিখতেই মূলত স্কুলে ভরতি হয়েছেন তিনি। পাশাপাশি একটি চার্চে সিকিয়োরিটি গার্ডের কাজ করেন তিনি।
১৯৪৫ সালে ইন্দো-মায়ানমার বর্ডার লাগোয়া খুয়াংলেং গ্রামে জন্ম হয় লালরিংথারার। দ্বিতীয় শ্রেনীতে পড়ার সময় তাঁর বাবা মারা যায়। পরিবারের রোজগারের জন্য কিছুদিনের মধ্যেই ছাড়তে হয় স্কুল। একপ্রকার বাধ্য হয়েই ঝুম চাষে নেমে পড়তে হয় তাঁকে। একে একে যুক্ত হয় অন্যান্য পারিবারিক দ্বায়িত্বও। তবে এত বছর পরে তাঁর স্কুলে ভরতি হওয়া অনুপ্রেরণা জোগায় অনেককেই। উল্লেখ্য, পাহাড়ি রাস্তায় দীর্ঘ তিনি কিলোমিটার হাঁটে স্কুলে যান তিনি।