নিউজ ডেস্ক: চলতি মাসে মুক্তি পেতে চলেছে একাধিক হিট ছবির সিক্যুয়েল। ২০০১ সালে মুক্তি পেয়েছিল সানি দেওল ও অমিশা প্যাটেল অভিনীত ছবি ‘গদর: এক প্রেম কথা’। সেই সময় তুমুল জনপ্রিয় হয়েছিল ওই ছবি। এবার সেই ছবিরই পরবর্তী অংশ আসতে চলেছে। নাম, ‘গদর: দ্য কথা কন্টিনিউজ’। মুক্তির জন্য বাকি মাত্র ৯ দিন। এর মধ্যেই ছবির বেশ কিছু অংশে কাঁচি চালিয়েছে সেন্সর বোর্ড।
একই দিনে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের ‘ওএমজি: ২’-ও। আদিপুরুষ নিয়ে সেন্সর বোর্ডের প্রতি ক্ষোভের পরে বেশি সতর্কতা নিচ্ছেন বোর্ডের কর্মকর্তারা। ফলে ধর্মীয় ভাবাবেগ ও দাঙ্গা-রাজনীতি ইত্যাদি বিষয়গুলি খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন তাঁরা। ‘গদর’ ও ‘গদর: ২’ দুটি ছবিতেই ভারত-পাক সম্পর্ক নিয়ে বেশ কিছু বিষয়বস্তু রয়েছে। আগের ছবির প্রেক্ষাপট ১৯৪৭ সালের সময়কার হলেও এইবার সেই সময় এগিয়ে গিয়েছে ২০ বছর। অর্থাৎ, সত্তরের দশকের পরিস্থিতিতে এগোবে ছবির গল্প।
প্রথম ছবিতে নিজের স্ত্রী সাকিনাকে ভারতে ফিরিয়ে আনতে ছবির নায়ক সানি ওরফে তারা সিংহ পাড়ি দেয় পাকিস্থানে। সেখানে গিয়ে একাই হইচই ফেলে দেয়। দেখা গিয়েছিল মারাত্মক অ্য়াকশন দৃশ্য, সানির মুখে ছিল মারকাটারি সব ডায়লগ। এমনকী দাঙ্গার দৃশ্যও ছিল। তবে এইবার সেই সব সাম্প্রদায়িক দৃশ্য বাদ দিয়েছে সেন্সর বোর্ড। গীতা ও কোরান থেকে নেওয়া সংলাপগুলিও বাদ পড়েছে ছবি থেকে। ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। দেশ জুড়ে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘গদর: ২’, শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিংও। সবশেষে ‘ইউ/এ’ শংসাপত্র পেয়েছে এই ছবি।