নিউজ ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে, ভিকি কৌশল ও সারা আলি খান অভিনীত ছবি ‘জারা হটকে জারা বাঁচকে’। বক্স অফিসে মোটামুটি ভালোই ফল করেছে এই ছবি। যদিও ছবি নিয়ে টানাপোড়েন কাটেনি অভিনেতার। গত কয়েক মাসে বেশ কিছু ছবি হাতছাড়া হয়েছে বলেই জানা গিয়েছে ভিকি কৌশলের। ‘মাসান’ খ্যাত এই অভিনেতা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। কখনো সেনা জওয়ান, আবার কখনো রোম্যান্টিক প্রেমিক- সবেতেই দুর্ধর্ষ তাঁর অভিনয়।
তবে এইবার ঐতিহাসিক চরিত্র হাতছাড়া হয়েছে তাঁর। পরিচালক আদিত্য ধরের ‘দ্য ইম্মর্টাল অশ্বথ্থামা’ ছবি থেকে বাদ পড়েছেন ভিকি। এর আগে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকে’ একসঙ্গে কাজ করেছিলেন আদিত্য ও ভিকি। ভিকির অভিনয় বেশ প্রশংসা পেয়েছিল সেই ছবিতে। তবে তা স্বত্ত্বেও এই পৌরাণিক ছবি থেকে বাদ পড়েছেন ভিকি। ফলে নিজের সেরা দক্ষতা দেওয়ার জন্য নিজেকে তৈরি করছেন ভিকি। শিখছেন ঘোড়ায় চড়া।
‘জারা হটকে জারা বাঁচকে’ ছবির পরিচালক লক্ষণ উটেকরের সঙ্গেই আবার জুটি বাঁধছেন ভিকি। এবার অন্য আরেক ঐতিহাসিক চরিত্রে। মারাঠা রাজত্বের ছত্রপতি শিবাজির ছেলে ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবন অবলম্বনে তৈরি ছবিতে দেখা যাবে তাঁকে। ছবির নাম ‘ছাওয়া’। ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয়ের জন্য বিভিন্ন প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেতা ভিকি কৌশল। এমনকী মারাঠি উচ্চারণ সঠিক করার জন্য ক্লাস করছেন তিনি। চলতি বছরের অক্টোবর মাস থেকেই শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। এই ছবিতে ভিকির পাশাপাশি মারাঠি অভিনেতা সন্তোষ জুভেকরকেও দেখা যাবে।