নিউজ ডেস্ক: সেন্সর বোর্ডের বাধা নিষেধের বেড়াজাল কাটিয়ে অবশেষে মুক্তি পেল অক্ষয় কুমার ও পঙ্কজ ত্রিপাঠি অভিনীত ছবি ‘ওএমজি ২’-এর ট্রেলার। বুধবারই এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসার কথা ছিল। কিন্তু ইতোমধ্যেই খবর আসে শিল্প নির্দেশক নীতীন দেশাই প্রয়াত হয়েছেন। তাঁকে শ্রদ্ধা জানিয়ে অক্ষয় টুইট করেছিলেন, মর্মান্তিক এই ঘটনার ফলে বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার সকাল ১১ টায় মুক্তি পাবে এই ছবির ট্রেলার।
সেন্সর বোর্ডের নির্দেশে অক্ষয়কে শিবের পরিবর্তে শিবের দূত হিসেবে দেখিয়েছে এই ছবিতে। ট্রেলারের শুরুতেই দেখা যায় যে, মহাদেব নন্দীকে নির্দেশ দিচ্ছেন তাঁর ভক্ত কান্তি শরণ মুদগল বিপদে পড়েছেন, তাঁকে সাহায্য করতে কোনো দূতকে পাঠাতে। আগের ছবি ‘ওএমজি’-তে নাস্তিক হিসেবে দেখানো হয়েছিল পরেশ রাওয়ালকে। তবে এইবার আস্তিক পঙ্কজ ত্রিপাঠী। শিবভক্ত পঙ্কজ ত্রিপাঠি নিজের ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে মহাদেবের দ্বারস্থ হয়। তখনই দেখা যায় অক্ষয় কুমারকে।
শিবের দূত হিসেবে ডেডলকে নতুন লুকে ধরা দিয়েছেন অক্ষয়। অন্যদিকে দাপুটে আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছে ইয়ামি গৌতমকে। অমিত রাই পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে নির্ধারিত দিনেই। ১১ আগস্ট দেশজুড়ে মুক্তি পাবে ‘ওএমজি ২’। এই একই দিনে মুক্তি পাচ্ছে সানি দেওলের ‘গদর ২’। আবার বাংলায় ওই দিনেই মুক্তি পাচ্ছে আরো দুটি ছবি। দেবের ‘ব্যোমকেশ ও দূর্গ রহস্য’ এবং মধুমিতা-অপরাজিতার ‘চিনি ২’। বক্স অফিসে জোরদার রেষারেষি থাকবে বলেই আশা করা যাচ্ছে।