নিউজ ডেস্ক: ইস্টবেঙ্গল: ১ (দীপ সাহা) | ভবানীপুর: ১ (সুভাষ সিং)
পরপর দুই ম্যাচে পাঁচ গোল দিয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। ঘরের বয়ে গিয়েছিল লাল-হলুদ ঝড়। কিন্তু বৃহস্পতিবার ঘরের মাঠে আটকে গেল লাল হলুদ ব্রিগেড। কলকাতা লিগের ম্যাচে ভবানীপুরের বিরুদ্ধে ড্র করল ইস্টবেঙ্গল। ম্যাচের দ্বিতীয়ার্ধে দাপট দেখালেও ঘরের মাঠ থেকে তিন পয়েন্ট পেল না লাল হলুদ ব্রিগেড। ১-১ ফলে শেষ হল ম্যাচ।
পরপর পাঁচ ম্যাচ জিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভবানীপুর। ঘরের মাঠে লাল হলুদ ব্রিগেডকে হারিয়ে দিতে পারলেই চলতি লিগে জয়ের ডবল হ্যাটট্রিক হয়ে যেত তাদের। অন্যদিকে, গত দুই ম্যাচে দশ গোল দিয়ে আত্মবিশ্বাসী ছিল ইস্টবেঙ্গলও। বৃহস্পতিবারের ম্যাচে নামার আগে চোট সমস্যায় জর্জরিত ছিল লাল হলুদ শিবির। তবে ভবানীপুরের বিরুদ্ধে দল নামাতে খুব একটা সমস্যায় পড়েননি কোচ বিনু জর্জ।
আরও পড়ুন: East Bengal FC: ফের উজ্জ্বল ইস্টবেঙ্গল
এদিন ম্যাচের শুরু থেকেই একে অপরকে টেক্কা দেয় দুই দল। তবে দাপট ছিল ভবানীপুরেরই। ৩০ মিনিটে গোল করেন ভবানীপুরের সুভাষ। পিছিয়ে পড়ার পর অবশ্য লড়াইয়ে ফেরে ইস্টবেঙ্গল। হাফ টাইমের পর থেকে লাগাতার আক্রমণ শুরু হয়। ৫৪ মিনিটে গোল শোধ করেন দীপ সাহা। তারপর থেকে একাধিকবার আক্রমণ উঠলেও আর গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। এই ম্যাচ ড্র করে অবশ্য পয়েন্ট তালিকায় শীর্ষেই রইল ভবানীপুর। গ্রুপের মধ্যে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল।