নিউজ ডেস্ক: বেহালায় ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। শুক্রবার সকালে ঘটনাটি ঘতেছে বেহালা চৌরাস্তার বড়িশা হাইস্কুলের কাছে। পুলিশের বিরুদ্ধে সরাসরি গাফিলতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
জানা গেছে শুক্রবার সকালে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন বাবা। সেই সময় বেপরোয়া লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুর। গুরুতর আহত হয় তার বাবা। তিনি হাসপাতালে চিকিতসাধীন। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। দেহ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছে বিক্ষোভকারীরা। তাদের সরাসরি অভিযোগ, দিন রাত পুলিশ হাত পেতে লরির কাছ থেকে টাকা নেয়। যার জন্য এই লরির বেপরোয়া মনোভাব। আগেও বেহালায় এই ধরনের ঘটেছে। তবু পুলিশ শিক্ষা নেয় নি। পুলিশের তোলাবাজির জুলুমের জন্যই লরি টাকা না দিয়ে পালানোর চেষ্টা করে। সেই কারনেই আজকের এই ঘটনা বলে তাদের দাবি।
স্থানীয় সূত্রে জানা গেছে ওই ছাত্র তারা বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল। লরিটি ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাকে ধরে ফেলে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ পুলিশের এসে ঘাতক লরির চালককে ছেড়ে দেয়। এর পর স্থানীয়রা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিক্ষোভকারীদের। এর পরেই পুলিশ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ। সেই শেল লাগে এক মহিলার গালে। তার মুখে ক্ষতচিহ্ন তৈরি হলে আরও ক্কখোভে ফেটে পড়ে আন্দোলনকারীরা। পাল্টা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে তারা। পুলিশ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাসের সেল ছোড়ে। পাল্টা পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি করে বিক্ষোভকারীরা।