নিউজ ডেস্ক: মালদার রথবাড়িতে ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে কাতলা মাছ। জানেন কি বৈশিষ্ট্য এই মাছের? এই মাছ কিনতে রীতিমত হিড়িক পড়ে গেছে রথবাড়ি পুর বাজারে। লাইন দিয়ে মাছ কিনছেন ক্রেতারা। খেতেও নাকি দারুণ এই কাতলা। জানা গেছে এক-দুই কেজি নয়, প্রায় ৫০ কেজি ওজনের কাতলা মাছ উঠেছে গঙ্গায় রাজমহল ঘাটে। ৮০০ টাকা কেজিতে কাতলা বিক্রি হচ্ছে গঙ্গার মাছ। মানিকচকে গঙ্গায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ে মাছটি। মাছ, বাজারে আসতেই কেনার হিরিক ক্রেতাদের।
মাছ ব্যবসায়ীদের দাবি এই প্রথম বাজারে প্রায় ৫০ কেজি ওজনের মাছ এসেছে এবং তা বিক্রি করা হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। বিশালাকৃতির কাতলা মাছ দেখতে এবং ছবি তুলতেও ভিড় জমান বহু মানুষ। মালদহের মানিকচক ব্লকের রাজমহল গঙ্গাঘাটে বিশাল এই কাতলা মাছটি মৎস্যজীবীদের জালে ধরা পড়ায় খুশির হাওয়া মৎস্যজীবী মহলে। এই মাছ স্থানীয় বাজারে বিক্রি না হওয়ায় মৎস্যজীবীরা জেলার সবচেয়ে বড় মাছের বাজার রথবাড়ি পুর-বাজারে নিয়ে আসেন। পঞ্চাশ কেজি ওজনের মাছ বিক্রির খবর পেয়েই মালদার বিভিন্ন প্রান্তের ক্রেতারা ছুটে আসেন বাজারে। বিশাল এই মাছকে ঘিরেই জমে ওঠে বাজার।
আরও পড়ুন: Behala Death Case: ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ বেহালা, পুলিশের গড়িতে আগুন, ইঁটবৃষ্টি
মাছ বিক্রেতা কাইয়ুম মহালদার বলেন, “এর আগে এত বড় মাছ এই বাজারে বিক্রি হয়নি”। মৎস্যজীবীরা মনে করছে, বর্ষায় খাল বিলে জল বেড়ে যাওয়ায় এই কাতলা মাছ গঙ্গার জলে এসে পড়ে। সাধারণত, গঙ্গার জলে এই ধরনের বড় কাতলা কম দেখা যায়। বাজারে এত বড় কাতলা ওঠায় খুশি মাছ বিক্রেতা থেকে শুরু করে ক্রেতারা। ইতিমধ্যে বহু ক্রেতাই ৮০০ টাকা দরে কেজিতে মাছ কিনে বাড়ি ফিরেছেন।