নিউজ ডেস্ক: চোখে পাওয়ার থাকার কারণে বেশির ভাগ মানুষ এখন চশমা পরে। আবার শুধু চমশাই নয়, শুধুমাত্র আউটফিটের সঙ্গে সামঞ্জস্য রাখতেও চমশা বা রোদ চশমার দ্বারস্থ হন অনেক ফ্যাশনিস্তারা। তবে চশমা শুধু পরলেই হল না, তার ফ্রেমের দিকেও নজর রাখতে হয়। সেই ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় চশমার ফ্রেম হল ক্যাটস আই ফ্রেম। তবে জানেন কী ক্যাটস আই ফ্রেম নিয়ে গুগল ডুডল তৈরি হয়েছে? তার কারণ এই ফ্রেমের স্রষ্ঠাকে জন্মদিনের শুভেচ্ছা জানানো।
৪ আগস্ট ১৯০৭ সালে নিউ ইয়র্কের ম্যানহ্যাটেনে জন্ম গ্রহণ করেন ডিজাইনার অলটাইন টিনা শিনাচি। এই বছর তাঁর জন্মের ১১৬ বছর পূর্ণ হল। বিদ্যালয়ের শিক্ষা সম্পূর্ণ করার পর প্যারিসে ছবি আঁকার তালিম নিতে যান তিনি। নিউ ইয়র্কে দ্য আর্ট স্টুডেন্স লিগেও ছবি আঁকায় শিক্ষা নেন তিনি। পরবর্তীকালে উইনডো ডিসপ্লে ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন তিনি।
ডিসপ্লে ডিজাইনার হিসেবে কাজ করার সময় তিনি লক্ষ্য করেন মহিলাদের জন্য তেমন একটা ভালো চশমার ফ্রেম নেই। গোল বা ডিম্বাকৃতি ফ্রেমেই সীমাবদ্ধ ছিল মেয়েদের চশমাগুলি। তিনি সেই সময় ক্যাট আই ফ্রেমটি ডিজাইন করেন এবং তা দ্রুতই মার্কেট দখল করতে থাকে। ১৯৩০-১৯৪০ এর মধ্যে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এমনকী এখনো পর্যন্ত এই ফ্রেম যথেষ্ট জনপ্রিয় একটি ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে চলে আসছে।