নিউজ ডেস্ক: জ্ঞানবাপী মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষা শুরু করল আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া(ASI)। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে কয়েকটি দলে ভাগ হয়ে সমীক্ষার কাজ শুরু করেছে এএসআই’র পুরাতত্ত্ব বিশেষজ্ঞরা। হিন্দু পক্ষের আইনজীবী সুভাষ নন্দন চতুর্বেদী বলেন, “এএসআই বিশেষজ্ঞদের সঙ্গে পুলিশ এবং আদালতের তরফে বেশ কয়েকজন ইতিমধ্যেই সমীক্ষার কাজের জন্যে মসজিদে প্রবেশ করেছেন। সমীক্ষার কাজ শুরুও হয়ে গিয়েছে”।
তবে সমীক্ষার কাজে অংশগ্রহণ করেনি ‘অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’। কমিটির যুগ্ম সচিব এসএম ইয়াসিন বলেন, “এলাহাবাদ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আমরা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছি। শীর্ষ আদালতের নির্দেশ দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
গত ২১ জুলাই বারাণসী জেলা আদালতের বিচারক অজয়কুমার বিশ্বেস হিন্দু পক্ষের আবেদন মেনে জ্ঞানবাপী মসজিদের ওজুখানার বাইরে এএসআই সমীক্ষার অনুমতি দিয়েছিলেন। জেলা আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মসজিদ পক্ষ। গত ২৪ জুলাই জেলা আদালতের সেই রায়ের উপর ৪৮ ঘন্টার জন্যে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ। সেইসঙ্গে, এই সময়সীমার মধ্যে এই বিষয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করারও নির্দেশ দেন প্রধান বিচারপতি।
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে হিন্দু পক্ষের আবেদন মেনে এএসআই সমীক্ষার নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। যদিও একই দিনে বিকেলের মধ্যে হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদের মুসলিম কমিটি। তবে শীর্ষ আদালতে এখনও পর্যন্ত সেই মামলা গ্রহণ করা হয়নি। এরই মধ্যে শুক্রবার সমীক্ষা শুরু করল এএসআই।