নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে তোপের মুখে বিরাট কোহলি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে ফিরলেন বিরাট। চার্টাড বিমানের সামনে দাঁড়িয়ে তাঁর ছবি পোস্ট করেন সমাজ মাধ্যমে। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা যায়। নেটিজেনদের তোপের মুখে তিনি। কারণ চাটার্ড বিমান থেকে যে পরিমাণে কার্বন বেরোয় তা পরিবেশের পক্ষে একেবারে মানানসই নয়।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে শতরান পেয়ে ডন ব্র্যাডম্যানকে স্পর্শ করেছেন তিনি। সেটা ছিল তাঁর কেরিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচও। সেই ম্যাচে শতরানও করেছেন। কিন্তু দেশে ফেরার বিমানে ওঠার সময় সেই সুখস্মৃতির রেশ যেন কেটে গেল। সোশ্যাল মিডিয়াতে ছবি দেখে।
কিন্তু কেন এই কটাক্ষ? আসলে ইনস্টাগ্রামে চার্টার্ড বিমানের সামনে দাঁড়িয়ে থাকা এবং বিমানে বসে থাকার ছবিও শেয়ার করেন কোহলি। গ্লোবাল এয়ার চার্টার সার্ভিসেসের ওই বিমানে তাঁকে দেখে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে তাঁকে মনে করিয়ে দেন, চার্টার্ড বিমানে বিপজ্জনক হারে কার্বন নিঃসরণ হয়। এক নেটিজেন লেখেন, ‘তিনিও ওঁর স্ত্রী একাই যে পরিমাণে কার্বন নিঃসরণ ঘটালেন তা কয়েকটি গ্রামের সম্মিলিত নিঃসরণের চেয়ে বেশি। কোনও উৎসবের সময় তিনি আবার বিশ্ব উষ্ণায়ন নিয়ে জ্ঞান দেন আম জনতাকে।’
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেললেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর আর মাঠে নামেননি কোহলি। ভারত অবশ্য সেই সিরিজও ২-১ ফলাফলে জিতে যায়। এবার শুরু হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছেন না রোহিত-কোহলিরা। এবার দেশে ফেরার সঙ্গে সঙ্গে বিতর্কেও জড়ালেন ‘কিং’।