নিউজ ডেস্ক: ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন পিভি সিন্ধু। কিন্তু শেষ রক্ষা হল না। অস্ট্রেলিয়ান ওপেনের সুপার সিরিজের কোয়ার্টার ফাইনালে তিনি হেরে গেলেন। হারলেন আমেরিকা বেইয়েন ঝ্যাংয়ের কাছে। সিন্ধু কাছে বরাবরই শক্ত প্রতিদ্বন্দ্বী ঝ্যাং। এ বার নিয়ে মোট দশবারে ছয়বার জিতেছেন সিন্ধু। বাকি চারবার জিতেছেন এই ঝ্যাং।
শুক্রবার মেলর্বোনে সিন্ধু স্ট্রেট সেটে হেরে যান আমেরিকান শাটলারের কাছে। ১২-২১, ১৭-২১ হারেন সিন্ধু। মাত্র ৩৯ মিনিটে লড়াই শেষ। এ যেন কার্যত আত্মসমর্পণ। ছবিটা আমূল বদলে গেল এই ম্যাচে চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন অলিম্পিক্সে ভারতের হয়ে জোড়া পদকজয়ী। চলতি বছরে এই টুর্নামেন্টের আগে পর্যন্ত ১৪টি টু্র্নামেন্ট খেলেছেন সিন্ধু। যার মধ্যে সাতটিতেই প্রথম রাউন্ডে হেরে যান তিনি।
তবে এদিন কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০’র কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিন্ধু। তবে তিনি একা নন শেষ আটে পৌঁছলেন আরেক ভারতীয় শাটলার কিদাম্বি শ্রীকান্তও। সামনের বছরেই রয়েছে প্যারিস অলিম্পিক্স। তার আগে সিন্ধু, শ্রীকান্তদের ফর্মে ফেরার ইঙ্গিত স্বস্তি দিয়েছিল ভারতীয় সমর্থকদের। কিন্তু কোথায় কী? সিন্ধু অপ্রত্যাশিত হারে রীতিমতো আলোচনা শুরু হয়েছে ভারতীয় ব্যাডমিন্টন মহলে।