নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ: ১৪৯-৬ (২০ ওভার) পাওয়েল ৪৮, পুরান ৪১ || ভারত: ১৪৫-৯ (২০ ওভার) তিলক ৩৯ || ৪ রানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ।
টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই হারবে ভারত। কল্পনাতে আসেনি। কিন্তু হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে প্রথম ম্যাচেই ভারতের পরাজয়। টসে জিতে ফিল্ডিং করার সাহস এ দিন দেখায়নি ওয়েস্ট ইন্ডিজ। আগে নিজেরা ব্যাট করেছিল। কিন্তু নির্দিষ্ট ১৪৯ রান তুলতে পারেনি ভারত। হার মাত্র চার রানে। টেস্ট-ওয়ানডে সিরিজ আগেই জিতেছিল ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ফেভারিট ছিল টিম ইন্ডিয়াই। প্রথম ম্যাচে শেষ হাসি তোলা থাকল ওয়েস্ট ইন্ডিজের জন্য। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।
বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ২০ ওভারের শেষে ক্যারিবিয়ানরা করে ৬ উইকেটে ১৪৯ রান। ২০ ওভারে ভারত করে ৯ উইকেটে ১৪৫ রান। ভারত হারল চার রানে। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান করেন রোভম্যান পাওয়েল (৩২ বলে ৪৮)। নিকোলাস পুরান করেন ৪১। ওপেনার ব্র্যান্ডন কিং ১৯ বলে ২৮ রান করেন। এই তিন ব্যাটারই উল্লেখযোগ্য রান করেন ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে। ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চহাল ২টি করে উইকেট নেন। এদিন মুকেশ কুমারের টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে। উইকেট অবশ্য পাননি বাংলার পেসার। কিন্তু তাঁর বোলিং নির্দিষ্ট ছাপ দেখাতে সক্ষম।
আরও পড়ুন: Manoj Tiwari: ক্রিকেটকে বিদায় জানালেন মনোজ তিওয়ারি
ওয়েস্ট ইন্ডিজের রান তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার ঈশান কিষান ও শুভমান গিল বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই অর্ধ শতরান করে নজির গড়েছিলেন ঈশান কিষান। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অবশ্য চলল না তাঁর ব্যাট। মাত্র ৬ রানে ফিরলেন তিনি। তাঁর আগে অবশ্য ডাগ আউটে ফিরতে হয় শুভমান গিলকে (৩)। স্পিনার হোসেনের বল এগিয়ে গিয়ে মাটিরতে গিয়ে নিজের উইকেট খোয়ান শুভমান।
দুই ওপেনার চলে যাওয়ার ধাক্কা সামলানোর কাজ করেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। মুকেশ কুমারের মতো এদিন তিলক ভার্মারও দেশের হয়ে আত্মপ্রকাশ ঘটে। ঠিক যখন মনে হচ্ছে ক্রিজে জমে গিয়েছেন সূর্যকুমার যাদব, ঠিক তখনই ব্যক্তিগত ২১ রানে সূর্য ফেরেন হোল্ডারের বলে। ভারতের রান তখন তিন উইকেটে ৬৭। দিন যত গড়াচ্ছিল, উইকেট হয়ে যাচ্ছিল মন্থর। শট খেলা কঠিন হয়ে পড়ছিল। দুঃখের কথা, শেষ পাঁচ ওভারে প্রয়োজনীয় ৩১ রান তুলতে না পারার ব্যর্থতা ভারতকে চেপে ধরেছে।
অভিষেক ম্যাচে বেশ ভাল ব্যাট করছিলেন তিলক ভার্মা। দল যখন তাঁর কাছ থেকে বেশি রান চাইছে, ঠিক সেই সময়ে হেটমায়ারের হাতে ধরা পড়লেন তিনি। ২২ বলে ৩৯ রান করে ফেরেন তিলক। ৪ উইকেটে ভারতের রান তখন ৭৭। সঞ্জু স্যামসন ও অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ৭৭ থেকে দলকে পৌঁছে দেন ১১৩ রানে। বেশ পরিকল্পনা করে এগোচ্ছিলেন তিনি। কিন্তু ১৫.১ ওভারে অধিনায়ক পাণ্ডিয়া বোল্ড হন হোল্ডারের বলে। তার কিছুক্ষণ পরেই রান আউট হন সঞ্জু স্যামসন (১২)। ভারত দ্রুত উইকেট হারিয়ে হয়ে যায় ৬ উইকেটে ১১৩। পরিস্থিতি কঠিন করে ফেলে টিম ইন্ডিয়া। অক্ষর প্যাটেল দ্রুত রান তুলতে গিয়ে ফেরেন ১২ রানে। অর্শদীপ সিং দুটো চার মেরে জয়ের সম্ভাবনা বাড়িয়েছিলেন। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই বোল্ড হন কুলদীপ। বাকি কাজ আর করতে পারলেন না ভারতীয় ব্যাটাররা। মোক্ষম সময়ে ভারতীয় ব্যাটাররা ব্যর্থ হন। প্রথম টি-টোয়েন্টিতে হার মানতে হল ভারতকে।