নিউজ ডেস্ক: বিশ্বকাপে পাকিস্তানের যোগ দেওয়া নিয়ে নাটক অব্যাহত। নিরাপত্তা নিয়ে নতুন দাবি তুলল পাক সরকার। সেই দাবি হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে পাক ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে পাক ক্রিকেট টিমকে ভারতে খেলার অনুমতি দেওয়া হবে। তাদের দাবি, নিরাপত্তা নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে। তার পরেই ভারতে খেলতে আসবেন বাবর আজ়মেরা।
ভারতের বিশ্বকাপের সূচি ঘোষণার আগে থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিরাপত্তার যুক্তি দেখিয়েই গুজরাতের আমদাবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে চায়নি তারা। যদিও পাকিস্তানের দাবি না মেনে ১৫ অক্টোবর আমদাবাদে ভারত-পাক ম্যাচ দেওয়া হয়েছে। নবরাত্রির জন্য অবশ্য ম্যাচের দিন পরিবর্তন হতে পারে। কিন্তু মাঠ বদল করা হচ্ছে না।
পাকিস্তানের আরও দু’টি ম্যাচের দিন বদলের পরিকল্পনা করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নাকি সে কথা জানিয়েও দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দিন বদলের প্রস্তাব মেনে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই সমস্যার সূত্রপাত এশিয়া কাপের সূচি ঘোষণার সময় থেকে। ভারত স্পষ্ট জানিয়ে দেয়, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না তারা। কেন্দ্র বদলের দাবি জানায় তারা। কিন্তু পাকিস্তানও নিজেদের দাবিতে অনড় থাকে। শেষ পর্যন্ত ঠিক হয়, ভারত তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। বাকি দেশের খেলা পাকিস্তানে হবে। ভারত পাকিস্তানে যেতে আপত্তি করার পর থেকে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে এ দেশে আসা নিয়ে আপত্তি জানিয়েছিল। পাক ক্রিকেট বোর্ড জানিয়েছিল, দেশের সরকার যা বলবে সেটাই মেনে চলবে তারা। এ বার আইসিসির কাছে লিখিত প্রতিশ্রুতির দাবি করল তারা।