নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল ‘গদর ২’ এর ট্রেলার। ২০০১ সালে বক্স অফিস কাঁপিয়ে ব্যবসা করার পরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল ‘গদর’। প্রায় দুই যুগ পর, ২২ বছরের মাথায় মুক্তি পেতে চলেছে এই ছবির পরবর্তী অংশ। ট্রেলারেই পরতে পরতে জড়িয়ে রয়েছে নস্টালজিয়া। অ্যাকশনে ভরপুর, উদিত নারায়ণের কন্ঠে নতুন রূপে পুরোনো গান এবং সাকিনা-তারা সিংহের প্রেম। কেকের মাথায় চেরির মতোই রয়েছে হ্যান্ড পাম্পের ঝলক। যা দেখে উচ্ছ্বসিত দর্শকমহল।
‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ গানটি বদলানো হয়নি। বরং নতুন দৃশ্যায়নের মাধ্যেমে বাবা-ছেলের নাচ দেখিয়েছেন পরিচালক। ট্রেলারে ভিএফএক্সের কাজও রয়েছে। দমদার অ্যাকশন দেখাতে যা সিনেমার দৃশ্যে ব্যবহার করা হয়েছে। প্রথম ছবিতে নিজের স্ত্রী সাকিনাকে ভারতে ফিরিয়ে আনতে ছবির নায়ক সানি ওরফে তারা সিংহ পাড়ি দেয় পাকিস্থানে। এবার যাবে নিজের ছেলেকে ফিরিয়ে আনতে। মারাত্মক অ্য়াকশন দৃশ্য, মারকাটারি ডায়লগ আগে ছিলই। এই বার তারা সিংহের পাশাপাশি তাঁর ছেলেকেও বিভিন্ন সংলাপ বলতে শেনা গিয়েছে।
‘গদর’-এ দাঙ্গার দৃশ্য ছিল। তবে এইবার সেই সব সাম্প্রদায়িক দৃশ্য বাদ দিয়েছে সেন্সর বোর্ড। গীতা ও কোরান থেকে নেওয়া সংলাপগুলিও বাদ পড়েছে ছবি থেকে। ১১ আগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি। দেশ জুড়ে প্রায় ৫ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘গদর: ২’, শুরু হয়ে গিয়েছে ছবির অগ্রিম বুকিংও। প্রথম দিনে ইতোমধ্যেই ১০ হাজারের বেশি টিকিট অগ্রিম বুকিং হয়ে গিয়েছে। নতুন গান ট্রেন্ডিং-এ চলছে ইউটিউবে। সবশেষে ‘ইউ/এ’ শংসাপত্র পেয়েছে এই ছবি।