নিউজ ডেস্ক: আবার তামিম নাটক বাংলাদেশ ক্রিকেটে। আচমকাই নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন। কিছুদিন আগে অবসর নিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুরোধে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু আবার কী হল? বৃহস্পতিবার তিনি জানিয়ে দিলেন যে, এক দিনের ক্রিকেটে আর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন না। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যেকার ঝামেলা আবার প্রকাশ্যে।
তামিম বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেন। তার পরেই সিদ্ধান্ত নেন যে, তিনি এক দিনের ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছেন। তামিমের পিঠে চোট রয়েছে। কিছু দিন আগে ইংল্যান্ডে গিয়ে চিকিৎসাও করিয়েছেন। অবসর ভেঙে ফিরে এসে তিনি জানিয়েছিলেন যে, দেড় মাসের জন্য বিরতি নিচ্ছেন। মনে করা হয়েছিল এশিয়া কাপে ফিরতে পারেন তিনি। কিন্তু পিঠের চোটের কারণে এশিয়া কাপে তাঁর খেলায় অনিশ্চয়তা রয়েছে। ৬ জুলাই তামিম হঠাৎ করে অবসর ঘোষণা করে দিয়েছিলেন। ১৬ বছরের কেরিয়ার থেকে অবসরের কথা জানিয়েছিলেন তামিম। তা নিয়ে সমাজমাধ্যমে বিশাল এক আবেগঘন পোস্ট লিখেছিলেন।
কিন্তু ২৯ ঘণ্টার মধ্যেই অবসর ভেঙে বেরিয়ে আসেন তামিম। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ডাকে ৭ জুলাই তাঁর বাড়ি গিয়েছিলেন তামিম। সেখানে তিন ঘণ্টা আলোচনা হয়। তার পর বেরিয়ে এসে তামিম জানিয়েছিলেন যে, তিনি অবসর ভেঙে বেরিয়ে আসছেন। তামিম বলেছিলেন, “প্রধানমন্ত্রী দুপুরে তাঁর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছিলেন। ওঁর সঙ্গে আমার অনেক ক্ষণ আলোচনা হয়েছে। উনি আমাকে খেলায় ফেরার নির্দেশ দিয়েছেন। আমি অবসর তুলে নিচ্ছি। সবাইকে না বললেও দেশের প্রধানমন্ত্রীকে না বলা আমার পক্ষে সম্ভব নয়।’ অবসরের ঘোষণা করতে গিয়ে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি তামিম। কেঁদে ফেলেছিলেন। অবসরের কথা জানালেও কেন হঠাৎ অবসর নিলেন, তার কোনও কারণ জানাননি তামিম। এ ভাবে আফগানিস্তান সিরিজ়ের মাঝপথে অবসর নেওয়ার বিষয়েও মুখ খোলেননি তিনি। সেই অবসর ভেঙে ফিরে এলেও আর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন না তামিম।