নিউজ ডেস্ক: সন্তানসম্ভবা স্ত্রী সোনমের পাশে থাকার বার্তা দিতে কিংস কাপ না খেলার সিদ্ধান্ত নিলেন সুনীল ছেত্রী। বৃহস্পতিবার তাঁর জন্মদিন ছিল। গোটা দিন কাটিয়েছেন পরিবারের সঙ্গে। এ দিন সকালেই জানা দিয়েছে, কিংস কাপ নিজেকে সরিয়ে রাখার জন্য তিনি কোচ ইগর স্টিমাচের কাছে অনুরোধ করেছেন।
সুনীল ছেত্রীর নেতৃত্বে এশিয়ান গেমস খেলবে ভারত। দীর্ঘ টালবাহানার পর এশিয়ান গেমস খেলার যোগ্যতা অর্জন করেছে ভারতীয় ফুটবল দল। এবার প্রস্তুতি শুরু করার পালা। এশিয়ান গেমসের পর রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তার আগেই বড় সিদ্ধান্ত জানালেন সুনীল। জাতীয় দলের কোচ ইগর স্টিমাচকে জানিয়ে দিলেন থাইল্যান্ডে আয়োজিত হতে চলা কিংস কাপে খেলবেন না তিনি। ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত আয়োজিত হবে কিংস কাপ। বর্তমানে আলোচনায় রয়েছে ভারতীয় ফুটবল দল। আর এরকেন্দ্রে রয়েছেন সুনীল ছেত্রী। ২০২৩ সালে তিনি দলকে তিনটে ট্রফি জিততে সাহায্য করেছেন। ত্রিদেশীয় কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্য়াম্পিয়নশিপ। প্রতিটিতে তিনি হয় গোল করিয়েছেন, নয়ত গোল করেছেন। এবার এশিয়ান গেমসের আগে তিনি সরে দাঁড়ালেন কিংস কাপ থেকে। তিনি বলেন, ‘আমি কোচকে অনুরোধ করব কিংস কাপের দলে আমাকে না রাখতে।’
আরও পড়ুন: East Bengal FC: পিছিয়ে থেকে ড্র ইস্টবেঙ্গলের
তবে কেন তিনি কিংস কাপ থেকে সরে দাঁড়িয়েছেন তা জানা যায়নি। তার কোনও কারণ সামনে আসেনি। তবে মনে করা হচ্ছে স্ত্রী সোনম ভট্টাচার্যর সেই সময় সন্তান প্রসবের সম্ভবনা রয়েছে। ইন্টারকন্টিনেন্টাল কাপে ভানুয়াতুর বিরুদ্ধে গোল করে সুনীল ছেত্রী তাঁর স্ত্রীর গর্ভবতী হওয়ার খবর জানান। বলটাকে জার্সির মধ্যে ঢুকিয়ে তিনি বিশ্বকে বাবা হওয়ার খবর দেন। এবং সন্তান জন্মের সময় এগিয়ে আসায় তিনি স্ত্রীর সঙ্গে থাকতে চান বলে জানান। তবে কিংস কাপ থেকে সরে দাঁড়ালেও তিনি এশিয়ান গেমস খেলবেন। তাঁর নেতৃত্বে খেলতে নামবে ভারত। তাঁর সঙ্গে থাকবেন সন্দেশ ঝিঙ্গান ও গুরপ্রীত সিং সান্ধু। এরপর ভারত খেলবে এশিয়ান কাপ ও ফিফা কোয়ালিফায়ার। এবার এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে কিংস কাপকে পাখির চোখ করছে ভারতীয় ফুটবল দল।