নিউজ ডেস্ক: সারাদিনের কাজের চাপে ত্বকের ঠিকমতো যত্ন নেওয়া হয়ে ওঠে না। আবার পার্লারে গিয়েও যে ফেসিয়াল করাবেন সেই সময় নেই। তাহলে বাড়িতেই করতে পারেন পার্লারের মতোই জেল্লাদার ফেসিয়াল। ত্বকের উপর থেকে মৃত কোষ তুলতে বেশ উপযোগী অ্যান্টি-অক্সিডেন্ট ও স্ক্রাব। ত্বকে কোলাজেন তৈরিও ফেসিয়ালের অন্যতম কাজ। ফলে বাড়িতেই মাঝে মধ্যে ফেসিয়াল করলে উপকার পাওয়া যায়। কিন্তু উপাদানে একটু ফারাক আনলে পার্লারের চেয়ে কম উপকার পাবেন না। মাত্র একটি উপকরণ। রেড ওয়াইন। ওই তিনটি পদ্ধতিতে বাড়িতে রেড ওয়াইন দিয়ে ফেসিয়াল করে দেখুন। ফল মিলবে হাতে নাতে।
ওয়াইনের মধ্যে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিডেন্ট। যা ত্বকের স্ট্রেস দূর করতে সাহায্য করে। জেল্লা ফিরিয়ে তারুণ্যে ভরিয়ে দেয় ওয়াইন। ব্রণ দূর করতে সাহায্য করে এই ওয়াইন ফেসিয়াল। বলিরেখা দূর করতেও সাহায্য করে এটি। তাই বিভিন্ন পার্লারে ওয়াইন ফেসিয়াল এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ক্লেনজিং
ফেসিয়ালের প্রথম ধাপই হল ক্লেনজিং। তাই ওয়াইন ফেসিয়ালে ক্লেনজিং করার জন্য নিয়ে নিন দুই চামচ রেড ওয়াইন এবং এক চামচ লেবুর রস। ভালোভাবে মিশিয়ে তুলোয় ভিজিয়ে মুখে মেখে রাখুন ১০ মিনিট। এই মিশ্রণটি ত্বকে টেনে গেলে ভেজা টিস্যু দিয়ে মুখ মুছে ফেলুন।
স্ক্রাবিং
ফেসিয়ালের পরবর্তী ধাপ স্ক্রাবিং বা ত্বক এক্সফোলিয়েট করা। অর্থাৎ মৃত কোষ তুলে ফেলা। ত্বক এক্সফোলিয়েট করলে সানট্যানও দূর হয় ও ত্বকের ঔজ্জ্বল্যতা ফিরে আসে। ওয়াইন দিয়ে স্ক্রাব বানাতে হলে এক চামচ চালের গুঁড়োর সঙ্গে দুই চামচ ওয়াইন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ মুখে মেখে আঙুলের চাপে গোল গোল করে ম্যাসাজ করতে হবে। হালকা শুকিয়ে গেলে তা ধুয়ে নিতে হবে।
ফেসপ্যাক
ক্লেনজিং ও স্ক্রাবিং-এর পর ত্বকের হাইড্রেশন ধরে রাখতে ফেসপ্যাক খুবই গুরুত্বপূর্ণ স্টেপ। তাই এই পর্যায়ে দুই চামচ ওয়াইনে দই ও মধু মিশিয়ে মিশ্রণটি মুখে মেখে ২০ মিনিট রেখে ধুয়ে নিতে হবে। ত্বক ওয়েলি হলে মধু না দিলেও চলবে।