নিউজ ডেস্ক: ১৫৬ বছরের বস্তা পচা আইন শেষ হতে চলেছে মোদী সরকারের মন্ত্রীসভার প্রচেষ্টায়। সংবাদপত্রের নিবন্ধীকরণ আরও দ্রুত এবং সহজ করতে রাজ্যসভায় পাস হল নয়া আইন। সরকারের হয়ে সংসদের উচ্চকক্ষে বৃহস্পতিবার ‘দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুক্স অ্যাক্ট ২০২৩’ বিলটি পেশ করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। শুক্রবার দুপুরে ধ্বনি ভোটে পাস হল সেই বিল। নয়া এই বিলের আওতায় অনলাইনে মাত্র ৪৮ ঘন্টার মধ্যে আরএনআই রেজিস্ট্রেশন পাবে সংবাদপত্র।
১৮৬৭ সালে সংবাদপত্র নিবন্ধীকরণের আইন প্রণয়ন করে ব্রিটিশ সরকার। ১৫৬ বছর পুরনো এই আইন অনুসারে, রেজিস্ট্রেশনের জন্যে ৮টি পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয় সংবাদপত্রের মালিকপক্ষকে। জেলা শাসক থেকে দিল্লী পর্যন্ত ৮ টি পর্যায়ের যে কোন স্তরে ভুল হলে জেল জরিমানা হওয়ার আশঙ্কা ছিল ব্রিটিশকালীন এই আইনে। অনুরাগ জানান, এই পুরো বিষয়টি যথেষ্ট সময় সাপেক্ষ এবং অনিশ্চিত। সেকারণে অতীতে বন্ধও হয়ে গিয়েছে বহু স্থানীয় সংবাদপত্র। ফলে দীর্ঘদিন ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত বহু ছোট ব্যবসায়ীরা। সমস্ত দিক পর্যালোচনা করে অবশেষে নয়া বিল পেশ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।
আসলে ‘সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার জন্যে এই আইন এনেছিল ‘ব্রিটিশ সরকার’ বলে দাবি অনুরাগের। তাঁর কথায়, “নতুন বিলের লক্ষ্য হল স্বচ্ছতা এবং সহজ ভাবে ব্যবসা। ছোট এবং মাঝারি প্রকাশকদের সাহায্য করার জন্যেই এই নয়া বিল।”
প্রসঙ্গত, ১৮৬৭ থেকে ২০২৩, অর্থাৎ কেটে গিয়েছে ১৫৬ বছর। দেশের মসনদে দীর্ঘদিন থাকা সত্ত্বেও এই আইন পরিবর্তন নিয়ে কোনও রকম পদক্ষেপ নেয়নি দীর্ঘ সময় মসনদে থাকা কংগ্রেস সরকার। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে সাংবাদিকদের কণ্ঠরোধ করার বহুবার অভিযোগ তুলেছে বিরোধী শিবির। নয়া এই বিল পেশ করে সেই সমস্ত কটাক্ষের জবাব দিয়েছে বিজেপি শিবির।