নিউজ ডেস্ক: ফের ত্রাতার ভূমিকায় ক্রিস্তিয়ানো রোনাল্ডো। অতীতে তিনি একাধিকবার তিনি ত্রাতার ভূমিকা য় নেমেছেন দলের স্বার্থে। বিপন্ন দলকে রক্ষা করেছেন তিনি। কিন্তু নতুন ক্লাব আল নাসেরে এসেও একই কাজ করে চলেছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে আল নাসের ও জামালেক-এর ম্যাচ ১-১ গোলে শেষ হয়। দুই দলের খেলা ড্র হওয়ায় আল নাসের পৌঁছে গেল ক্লাব আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের নক আউট পর্বে।
টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা ছিল আল নাসেরের।পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় জামালেক। খেলার বয়স তখন ৫৩ মিনিট। ম্যাচ যত গড়াতে থাকে, টুর্নামেন্ট থেকে আল নাসেরের ছিটকে যাওয়ার আশঙ্কাও বাড়তে থাকে। খেলার ৮৭ মিনিটে সেই মাহেন্দ্রক্ষণ। বাঁ দিক থেকে ভাসানো সেন্টার থেকে হেডে গেল করেন রোনাল্ডো। আর ম্যাচটি ড্র হওয়ায় আল নাসের পৌঁছে গেল নক আউটে। গোল করার পর রোনাল্ডোর শিশুর মতো উচ্ছ্বাস দেখার মতো ছিল। রোনাল্ডো গোল পাওয়ায় খুশি আল নাসেরর কর্তারা।
আরও পড়ুন: PV Sindhu: সিন্ধুর আচমকা হার
৩৮ বছর বয়সি মহাতারকা সোশ্যাল মিডিয়ায় তাঁর গোলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘কোয়ালিফায়েড, ওয়েল ডান টিম।” পিয়ার্স মর্গ্যানও সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর গোল নিয়ে লিখেছেন, ‘শেষমুহূর্তে ফের বুলেট হেড করে সমতা ফেরাল, প্রতিযোগিতাতেও টিকে রইল দল…এটা কে বলার জন্য কোনও পুরস্কার নেই..।’ জামালেক-এর অধিনায়ক শিকাবালা বলেছেন, ‘আমরা বড় ম্যাচ খেললাম, নিজেদের সেরাটা দিলাম। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো বড় প্লেয়াররা সুযোগ পেলে এক মুহূর্তে সব বদলে দিতে পারে।’