নিউজ ডেস্ক: লক্ষ কন্ঠে গীতাপাঠ। আর এস এস ঘনিষ্ঠ সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ লোকসভা নির্বাচনের আগে চমক দিতে চলেছে। মুলত হিন্দুত্বের ওপর ভর করে ঝড় তুলতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ। বিজেপির জন্য মাঠ তৈরি করতেই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দ্বারকার শংকরাচার্য, রাষ্ট্রপতি দৌপদী মুর্মু, রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নওশাদ সিদ্দিকী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ রাজ্যের সমস্ত দলের সাংসদ ও বিধায়কদের।
গীতা পাঠের মত মহৎ কর্মসূচিকেও কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ এপ্রসঙ্গে বলেন, “প্রতিদিন কোটি কোটই মানুষ গীতা পড়েন। কিন্তু বিজেপি হিংসা ও বিদ্বেষ ছড়াতে ধর্মীয় মঞ্চকে ব্যবহার করে। গীতাকে ব্যবহার করে রাজনীতির চেষ্টা হচ্ছে”। কুণাল ঘোষের মন্তব্যকে খন্ডন করে বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া সেলের তরফে সৌরিশ মুখার্জী বলেন, “গীতা পাঠের অনুষ্ঠানের সঙ্গে কোন রাজনৈতিক দলের যোগ কিংবা রাজনীতির কোন বিষয় নেই। সকল দলের ও অন্য মতের মানুষকেও আমন্ত্রন জানানো হয়েছে। গীতার বাণী নির্দিষ্ট কোন মত পথ কিংবা সময়ের জন্য নয়। সবার জন্য গীতার বাণী। কুণালবাবু এতে রাজনীতি বা অন্য কোনো বিষয় কি উদ্দেশ্যে খুঁজতে গেলেন তিনিই বলতে পারবেন”।
রাজনীতির কারবারিরা যাই বলুনা কেন লক্ষ কন্ঠে গীতাপাঠের পোস্টারে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গেছে। বহু মানুষ ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছেন অনুষ্ঠানে যাওয়ার জন্য। ধর্ম বর্ণের উর্ধ্বে উঠে সকল মতের মানুষকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানানোয় সংহতির পক্ষে শুভ সংকেত বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ।