নিউজ ডেস্ক: পিতৃহীন পাঁচ বছরের নাবালিকাকে নিপীড়নের মামলায় ৫২ বছরের এক ব্যক্তিকে কুড়ি বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। চার বছরেরও বেশি সময় ধরে চলা এই মামলায় শুক্রবার দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপের বিশেষ পকসো আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই নির্দেশ দেয়।
আদালতের সরকারি আইনজীবী অমিতাভ রায় জানান, ২০১৯ এর ২৭ এপ্রিল নামখানা থানার রাজনগরের বাসিন্দা বছর ৫২’র অনুপ কামিলা ওই নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার ওপর যৌন নিপীড়ন ও ধর্ষণ করে বলে পুলিশের কাছে অভিযোগ জানান নিগৃহীতার দাদু। ভারতীয় সংবিধানের ৩৭৬ এ বি এবং ৬ পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী অফিসার অলোক মন্ডল গ্রেফতার করেন অভিযুক্তকে।
এদিন বিচারক সর্বানী মল্লিক চট্টোপাধ্যায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছর সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছ’মাসের কারাবাসের নির্দেশ দেন। নিগৃহীতার পরিবারকে আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে সরকারকে। এই মামলায় ১৪ জন সাক্ষী ছিলেন। বিচার চলাকালীন জেল হেফাজতেই রাখা হয়েছিল অভিযুক্ত ব্যক্তিকে। হাইকোর্টেও বেশ কয়েকবার অভিযুক্তের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আদালতের রায়ে খুশি নাবালিকার পরিবার।