নিউজ ডেস্ক: দিনের পর দিন রাস্তায়
ডিএ নিয়ে আন্দোলনে সোচ্চার রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হোক,
এই দাবিতেই একজোট হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা। আর সেই
প্রসঙ্গে ডিএ-র দাবিতে রাষ্ট্রপতিকে গণহারে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন তারা। রাষ্ট্রপতি
দ্রৌপদী মুর্মুকে ইমেল করে বসেন তারা আর এই ঘটনা নিয়েই ফের তোলপাড় গোটা রাজ্য।
ডিএ বা মহার্ঘভাতা নিয়ে এখন মামলা রয়েছে সুপ্রিম
কোর্টে। শহিদ মিনারে চলছে সরকারি কর্মচারীদের অবস্থান মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের
সদস্যরা ডিএ বা মহার্ঘভাতা, শূন্যপদে স্থায়ী নিয়োগ, যোগ্য অনিয়মিত চাকরিরতদের
নিয়মিত করা নিয়ে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে লিখিত
দাবি পাঠিয়েছেন।
আরও পড়ুন: POCSO: ৫২ বছর বয়সী ব্যক্তিকে কুকীর্তির জন্য ২০ বছরের কারাদণ্ড
কিছুদিন আগে যদিও
ডিএ দেওয়া হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের কিন্তু সেটিকে ভিক্ষা হিসেবে ব্যাখ্যা
করতে চেয়েছেন তারা। তবে রাজ্য সরকারের দাবি যে বিপুল পরিমাণ টাকা আটকে রেখেছে
কেন্দ্র সরকার আর তাই বকেয়া ডিএ সম্পূর্ণটা দেওয়া সম্ভব হচ্ছে না রাজ্যের। ডিএ
আটকে যাওয়ায় সমস্যায় পড়েছেন অনেক পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী। পেনশনের
সামান্য টাকায় সংসার চালানোর সমস্যার সমাধানের একমাত্র পথ হিসেবে বকেয়া ডিএ
ঘোষণাকেই বুকের বল ভাবছেন তারা। তাই এবার চরম পথে হাঁটার জন্য রাষ্ট্রপতিকে
স্বেচ্ছামৃত্যুর আবেদন করে বসেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা।