নিউজ ডেস্ক: অর্থ বাড়ানো নিয়ে পাকিস্তান ক্রিকেট সরগরম। দীর্ঘদিন ক্রিকেটরারা লড়াই ম্যাচ ফি বাড়ানোর জন্য। অবশেষে ম্যাচ ফি’র কিছুটা বাড়ানোর প্রস্তাব করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন কেন্দ্রীয় চুক্তি আনতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এখনও তা চূড়ান্ত হয়নি, কারণ পাকিস্তান ক্রিকেটাররা বিশ্বের বিভিন্ন প্রান্তে টি-২০ লিগ খেলতে ব্যস্ত, তাই তাদের সঙ্গে আলোচনায় বসতে পারেনি । তবে সূত্রের খবর, নতুন চুক্তিতে বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মত প্লেয়ারদের বেতন বিপুল পরিমাণে বাড়তে পারে।
পাকিস্তান ক্রিকেটাররা বরাবরই বেতন নিয়ে সরব হন। তাঁরা তাদের প্রাপ্য বেতন না পাওয়ার অভিযোগ করেছেন বহুবার। বিশ্বের সব ক্রিকেটারের বেতন বাড়লেও পাকিস্তান ক্রিকেটারদের বেতন বাড়ত না। ফলে প্লেয়াররা একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন, কেউ কেউ ম্যাচ না খেলার হুমকিও দিয়েছেন। কিছুদিন আগে চুক্তি শেষের পর অনেক প্লেয়ার নতুন চুক্তিও করতে চাননি। এবার প্লেয়ারদের চাপে পড়ে পিছু হঠল পাকিস্তান বোর্ড।
আরও পড়ুন: Tamim Bangladesh: ফের তামিমের অবসর ঘোষণা
সূত্রের খবর, নতুন চুক্তিতে বাবর, রিজওয়ান ও শাহিন আফ্রিদি ১৫৯০০ মার্কিন ডলার বেতন পাবেন। যার ভারতীয় মুদ্রায় ১৩ লাখ টাকা। এই টাকাটা তাঁরা বার্ষিক পাবেন। উল্লেখ্য, যদি বেতন বাড়ে তাহলে বাবর আজমরাই পাকিস্তান ক্রিকেটারের সবথেকে বেশি বেতন পাওয়া ক্রিকেটার হবেন। গত বছরও এই তিন প্লেয়ার সবথেকে বেশি বেতন পেতেন। এবার চারটে আলাদা আলাদা বিভাগে রাখা হচ্ছে পাকিস্তানের প্লেয়ারদের। এর মধ্যে বাবররা রয়েছে ক্যাটাগরি এ-তে।এরপর রয়েছে ক্যাটাগরি বি। যেখানে প্লেয়াররা পাবেন ১০ হাজার ৬০০ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ৮ লাখ টাকার কাছাকাছি। ক্যাটাগরি সি ও ডি-এর প্লেয়াররা পাবেন ২৬৫০ থেকে ৫৩০০ মার্কিন ডলারের মধ্যে। এই বেতন বাড়ানো হয়ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নতুন রেভিনিউ মডেলের জন্য। যেখানে পাকিস্তানের আয় গতবারের থেকে দ্বিগুণ হয়েছে। এই রেভিনিউ মডেল নিয়েই পাকিস্তান বিদ্রোহ করেছিল।
পাক বোর্ডের পক্ষ থেকে মনে করা হচ্ছে এই নতুন চুক্তি পাকিস্তানের প্লেয়ারদের পক্ষে লাভজনক হবে। বিশেষ করে যারা কম বেতন পান তাদের জন্য। এবং এই নতুন চুক্তি ফলে প্লেয়ারদের বিদেশি লিগে অংশগ্রহণের সংখ্যাও কমবে। কম বেতনের জন্য প্লেয়ারদের বিদেশি লিগে অংশগ্রহণ নিয়ে নিয়ম আনতে পারেনি পাকিস্তান। এবার তারা সেটা আনতে পারবে। জানা গিয়েছে বোর্ডের চুক্তিতে থাকা শীর্ষ দুই ক্যাটাগরির প্লেয়াররা পাকিস্তান ক্রিকেট লিগের বাইরে অন্য দেশের ক্রিকেট লিগে অংশগ্রহণ করতে পারবে না বলে আইন আনবে সেদেশের বোর্ড।