নিউজ ডেস্ক: সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিচ্ছেদের জল্পনা উস্কে দিলেন খোদ শোয়েবই। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘হাজব্যান্ড’ শব্দটিই মুছে ফেললেন শোয়েব।
মাস কয়েক আগে সানিয়া ও শোয়েবের সম্পর্ক নিয়ে তীব্র জল্পনা শুরু হয়। শোনা যাচ্ছিল পাক অভিনেত্রী আয়েষা ওমরের জন্য নাকি শোয়েব ও সানিয়ার সম্পর্কে চিড় ধরেছে। যদিও আয়েষা জানিয়েছিলেন, অযথা তাঁকে টানা হচ্ছে এরমধ্যে। শোয়েবের সঙ্গে তাঁর এমন কোনও সম্পর্ক নেই। তবে তারপরও সানিয়ার সঙ্গে শোয়েবের দূরত্ব দূর হওয়ার কোনও সংবাদই সামনে আসেনি। বরং এবার নিজেই জল্পনা আরও খানিকটা উসকে দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার।
আরও পড়ুন: Sunil Chhetri: স্ত্রীর পাশে থাকতেই কিংস কাপে খেলবেন না সুনীল
এতদিন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লেখা ছিল, “একজন সুপারউওম্যানের হাজব্যান্ড।” সঙ্গে ট্যাগ করা ছিল সানিয়াকে। সেই সঙ্গে লেখা ছিল যে তিনি এক সন্তানের আশীর্বাদ ধন্য বাবা। কিন্তু বর্তমানে সন্তানের উল্লেখ থাকলেও সানিয়াকে মুছে ফেলেছেন শোয়েব। ‘হাজব্যান্ড’ শব্দটি আর সেখানে দেখা যাচ্ছে না। আর তারপর থেকেই দুয়ে দুয়ে চার করে এনিয়ে চর্চা শুরু করেছে নেটিজেনদের একাংশ। তাদের কৌতূহল ক্রমে বেড়েই চলেছে। কিন্তু এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না সানিয়া ও শোয়েব।
২০১০ সালে পাক ক্রিকেটারের সঙ্গে চারহাত এক হয়েছিল ভারতীয় টেনিসসুন্দরী সানিয়ার। একসঙ্গে দুবাইতে থাকতেন তাঁরা। ২০১৮ সালে ঘর আলো করে আসে ইজহান মির্জা মালিক। কিন্তু গত বছর থেকেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়েছে। দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনে কি সত্যিই ইতি টানতে চলেছেন তাঁরা। উত্তর এখনও অধরা।