নিউজ ডেস্ক: স্লো ওভার রেটের জন্য ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ত্রিনিদাদে ছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। টেস্ট ও ওয়ানডে সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারতীয় দল। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতই ছিল ফেভারিট কিন্তু দিনান্তে শেষ হাসি তোলা ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা। ম্যাচ হেরে ভারতকে দিতে হচ্ছে জরিমানা। আবার ম্যাচ জিতেও ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা ধার্য করা হয়েছে। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের ম্যাচে সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে পারেনি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল।
আরও পড়ুন: Pakistan Cricketers: আন্দোলনের জেরে বেতন বাড়ল পাক ক্রিকেটারদের
ভারত পিছিয়ে ছিল এক ওভার। ভারতের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। অন্যদিকে ক্যারিবিয়ানরা পিছিয়ে ছিল দু’ ওভার। রোভম্যান পাওয়েলের দলের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়। আইসিসি-র রিলিজ অনুযায়ী, হার্দিক পাণ্ডিয়া ও রোভম্যান পাওয়েল নিজেদের ভুল স্বীকার করে নেন। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৪৯ রান। রান তাড়া করতে নেমে ভারত করে ১৪৫ রান।