নিউজ ডেস্ক: বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারতের মেয়েরা। মহিলাদের কমপাউন্ড দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পরিণীত কৌর। বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারতের মেয়েরা। মহিলাদের কমপাউন্ড দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পরিণীত কৌর।
ফাইনালে ভারতের মেয়েরা ২৩৫-২২৯-এ হারায় মেক্সিকোকে। জ্যোতি-অদিতিরা কেবল যে বার্লিনে ভারতের মুখ উজ্জ্বল করলেন তা নয়, এবারের চ্যাম্পিয়নশিপে প্রথম সোনার পদক জিতলেন ভারতীয় তিরন্দাজরা।কমপাউন্ড তীরন্দাজিতে ভারতীয়দের সাফল্য নতুন কিছু অতীতেও সাফল্য পেয়েছে। রিকার্ভের তুলনায় অনেকে বেশি সাফল্য কমপাউন্ডে।
মেক্সিকোকে ফাইনালে হারানোর আগে ভারতের মেয়েরা সেমিফাইনালে পরাস্ত করেন কলম্বিয়াকে। সেই ম্যাচে ভারত ২২০-২১৬-তে জেতে। তার আগে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেকে হারায় ভারত। অদিতি বলেন, ‘ভারতের হয়ে প্রথম খেতাব জিততে পেরে আমরা খুব খুশি। আমরা শুটিংয়ে ফোকাস করেছিলাম। আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা জিতব।’