নিউজ ডেস্ক: বিশ্ব ইউনিভার্সিটি গেমসে রেকর্ড গড়লেন ভারতের জ্যোতি ইয়ারারাজি। ১০০ মিটার হার্ডলসে নিজেরই গড়া জাতীয় রেকর্ড ভেঙে দিলেন তিনি। সেই সঙ্গে ব্রোঞ্জ পদক পেলেন জ্যোতিও। ২৩ বছরের এই অ্যাথলিট মাত্র ১২.৭৮ সেকেন্ড সময় নেন দৌড়টি সম্পন্ন করতে। এর আগে অর্থাৎ ২০২২ সালের অক্টোবরে ১০০ মিটার হার্ডলসে ১২.৮২ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন জ্যোতি। এবার নিজের সেই রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় অ্যাথলিট। এদিন বৃষ্টির মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। তাঁর এমন পারফরম্যান্সে মুগ্ধ গোটা দেশ।
বিশ্ব ইউনিভার্সিটি গেমসে ১২.৭৬ সেকেন্ড সময় করে রুপো পেয়েছেন চিনের অ্যাথলিট ইয়ান্নি উ। এছাড়া সোনা জিতেছেন চেকোস্লোভাকিয়ার অ্যাথলিট ভিক্টোরিয়া ফরস্টার। তিনি সময় নিয়েছেন ১২.৭২ সেকেন্ড। তবে জ্যোতির এই পারফরম্যান্সে খুশি গোটা দেশ। টুইট করে জ্যোতিকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি লিখেছেন, ‘জ্যোতি ইয়াররাজিকে অনেক অভিনন্দন। তিনি ব্যক্তিগত সেরা সময় ১২.৭৮ সেকেন্ড করে নতুন রেকর্ড গড়লেন। ৩১-তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পেলেন জ্যোতি। এই নিয়ে পঞ্চমবার নিজেরই জাতীয় রেকর্ড উন্নত করলেন জ্যোতি। তিনি প্রমাণ করে দিলেন, ব্যতিক্রমী প্রতিভাবান। ’