নিউজ ডেস্ক: তোষাখানা মামলায় গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার তাঁকে তিন বছরের জেলের সাজা শুনিয়েছে ইসলামাবাদের একটি আদালত। আদালতের রায় ঘোষণার পরই পাক পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের জামান পার্ক এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, গ্রেফতারের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ(PTI)এর চেয়ারম্যানকে গ্রেফতারের পর লাহোরের কোট লখপত জেলে পাঠানো হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ১ লক্ষ টাকার জরিমানা দিয়েছে আদালত বলে খবর। আদালতের এই রায়ের ফলে আগামী ৫ বছর কোনও রকম নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না ইমরান।
পাকিস্তানের নিয়ম অনুযায়ী, বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রীরা উপহার পেলে, তা সরকারি কোষাগারে জমা দিতে হয়। তবে ১০ হাজার টাকার কম মূল্যের উপহার হলে তা নিজের কাছে রেখে দিতে পারবেন প্রধানমন্ত্রী বলেই নিয়ম। সেক্ষেত্রে বাজার মূল্যের সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে তাঁকে। কিন্তু ক্রিকেটার-রাজনীতিক ইমরানের বিরুদ্ধে অভিযোগ, সংবিধানের সেই আইন লঙ্ঘন করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
অভিযোগের ভিত্তিতে ইমরানকে ৫ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়া থেকে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তানের নির্বাচন কমিশন। গত অক্টোবরে কমিশনের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন প্রাক্তন প্রধানমন্ত্রী। অবশেষে তাঁর সমস্ত আবেদন খারিজ করে দিল হাইকোর্ট।