নিউজ ডেস্ক: দুর্গা পুজোয় আসতে চলেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি রক্তবীজ। ছবিটির প্রথম লুক প্রকাশ্যে আসার পরেই শনিবার মুক্তি পেল এই ছবির মোশন পোস্টার। ২০১৪ সালে ঘটে যাওয়া এক মর্মান্তিক দূর্ঘটনার কাহিনীর উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। প্রেক্ষাপট দুর্গাপুজো।
বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণকাণ্ড এই ছবির গল্প। দূর্গা পুজোর অষ্টমীর দিন খাগড়াগড়ের এক দোতলা বাড়িতে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে পথ আটকায় দুই মহিলা। গোটা বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেয় তাঁরা। পরে তাঁদের গ্রেফতার করে পুলিশ। কিন্তু এই বিস্ফোরণের নেপথ্য রহস্যটি কী সেটা নিয়েই তৈরি হয়েছে রক্তবীজ।
আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী অভিনীত এই ছবি মুক্তি পাবে পুজোর সময়। নতুন এই মোশন পোস্টারে রহস্য-রোমাঞ্চের স্বাদ পাওয়া যাচ্ছে। আবীর-মিমি ছাড়াও রক্তবীজ-এ অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, গুলশানারা খাতুন ও দেবাশিস মন্ডল সহ অন্যান্য় অভিনেতারা।
ছবির মোশন পোস্টার শেয়ার করে ক্যাপশনে শিবপ্রসাদ মুখোপাধ্যায় লিখেছেন, ‘ভোরের আকাশ গাঢ় লাল সময়ের রং কালো, রাজার মুকুট মাটিতে লুটায়, আঁধারে প্রদীপ জ্বালো, আসছে রক্তবীজ। পুজোয় এবার পুজোর ছবি।’