নিউজ ডেস্ক: বলিউডের বিতর্কের কুইন বলা হলেও শিরোনামে না থাকলে বোধহয় অস্বস্থি হয় তাঁর। তাই মাঝে মধ্যেই নানানরকম মন্তব্য করে বসেন তিনি। যদিও এইবার ফের শিরোনামে এসেছেন তিনি। কারণ যদিও ভিন্ন। তাঁর নতুন ছবির লুক প্রকাশ্যে এসেছে শনিবার। চরিত্রটি দর্শকদের বেশ পছন্দের। দক্ষিণী হরর ছবি চন্দ্রমুখী মন জয় করেছিল সকলের। এবার চন্দ্রমুখী ২ ছবিতে সেই চরিত্রেই দেখা যাবে কঙ্গনাকে।
সুপারহিট তামিল ছবি চন্দ্রমুখীতে অভিনয় করে মন জয় করেনিয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা। সেই চরিত্রের হিন্দি রিমেকে নজর কেড়েছিলেন বিদ্যা বালন। ২০২২ সালে হিন্দি ছবিটির সিক্যুয়েলে অভিনয় করেছিলেন তাব্বু। এইবার সুপারহিট তামিল ছবিটির সিক্যুয়েলে চন্দ্রমুখীর চরিত্রে মুখ্য় ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।
নতুন এই ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পি বাসু। প্রযোজনা করছে লাইকা প্রযোজনা সংস্থা। সিনেমাটির প্রথম ছবিতে কঙ্গনাকে শাড়ি-গয়নাতে নৃত্যশিল্পীর ভূমিকায় দেখা গিয়েছে। ছবিতে একটি রাজকীয় ভাব প্রকাশ পাচ্ছে। এক ঝলকেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। সেপ্টেম্বর মাসে গণেশ চতুর্থীর দিন মুক্তি পেতে চলেছে এই ছবি। তামিলের পাশাপাশি হিন্দি, তেলুগু ও মালায়লম ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। কঙ্গনার পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার রাঘব লরেন্সও।