নিউজ ডেস্ক: ভারতীয় চলচ্চিত্র জগতের স্বর্ণযুগের অভিনেতা দিলীপ কুমার। ১৯৫০-১৯৬০ এর দশকে তিনি সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেতা ছিলেন। সত্যজিৎ রায়ও ভূয়ষী প্রশংসা করতেন তাঁর। দেশের প্রথম সুপারস্টার ছিলেন তিনি। ২০২১ সালে মুম্বইতে প্রয়াত হন দিলীপ কুমার। আর তাঁর মৃত্যুর বছর দুয়েকের মধ্যেই ভাঙতে চলেছে এই কিংবদন্তি অভিনেতার বিলাসবহুল বাড়ি। মুম্বইয়ের পালি হিলসে অন্যান্য নামিদামি তারকাদের পাশাপাশি রয়েছে তাঁর বাংলোও। তবে এইবার সেই বাংলো হতে চলেছে অতীত।
দিলীপ কুমারের বাংলো ভেঙে তৈরি হতে চলেছে মুম্বইয়ের অন্যতম চোখধাঁধানো বিলাস বহুল অ্যাপার্টমেন্ট। প্রকল্পের বাজেট ৯০০ কোটি টাকা। মোট ১.৭৫ বর্গফুট জায়গায় সুবিশাল বাংলো তৈরি করেছিলেন দিলীপ কুমার। সেই সময় খরচ পড়েছিল মাত্র ১.৪ লক্ষ টাকা। তবে বর্তমানে সেই জায়গার দাম ৩৫০ কোটি টাকা। দিলীপ কুমারের মৃত্যুর পর থেকেই আইনী জটিলতার মধ্যে পড়েছিল এই সম্পত্তি। এক সংস্থার বিরুদ্ধে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ করছিলেন অভিনেতার স্ত্রী সায়রা বানু।
তবে সে জটিলতা মিটেছে। অভিনেতার পরিবারের তরফে আসার গ্রুপ নামের এক সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে বলেই সূত্রের খবর। বাংলো ভেঙে ১১ তলা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি হবে। বাংলো ভাঙার কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যদিও এই বহুতল আবাসনের গ্রাউন্ড ফ্লোরে অভিনেতার নামে একটি মিউজিয়াম তৈরি হবে বলেও জানিয়েছে ওই সংস্থা। যেখানে অভিনেতার ব্যবহার করা জিনিসপত্র, পোশাক ও অন্যান্য দূর্মূল্য ছবিও থাকবে। মিউজিয়াম দেখতে আসার জন্য আলাদা প্রবেশদ্বারও থাকবে।