নিউজ ডেস্ক: যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাক ক্রিকেট দল। ফলে আসন্ন একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন বাবর আজমরা। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে সরকারি ভাবে জানিয়ে দিল পাকিস্তানের বিদেশ মন্ত্রক।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। তবে এদেশে বাবর আজমদের খেলতে আসা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। দুই দেশের সম্পর্কের জেরেই পাকিস্তান দলের ভারত সফর ঘিরে জটিলতা তৈরি হয়েছি। পাক দল এদেশে খেলতে আসবে কি না, সেই সিদ্ধান্ত নিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করে পাক সরকার। যার শীর্ষে রাখা হয় পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে । পাকিস্তান দল নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ভার পাক সরকারের উপরেই ছেড়ে দিয়েছিল পাক ক্রিকেট বোর্ড। রবিবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে গঠিত সেই কমিটি জানিয়ে দিল, ভারতে বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান দল।
আরও পড়ুন: Tamim Bangladesh: ফের তামিমের অবসর ঘোষণা
এদিন বিজ্ঞপ্তিতে বলা হয়, “রাজনীতি এবং খেলাকে কখনওই মিশিয়ে ফেলতে পছন্দ করে না পাকিস্তান। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতে হতে চলা আসন্ন বিশ্বকাপে অংশ নেবে আমাদের ক্রিকেট দল। আমরা বিশ্বাস করি, দুই দেশের মধ্যে সম্পর্ক যেমনই হোক, তা যেন আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায়।” এখানেই শেষ নয়, পাকিস্তানকে ভারতে আসার অনুমতি দিয়ে ভারতীয় বোর্ডকেও খোঁচা দিয়েছে পাক সরকার। বলা হয়, “আমাদের সিদ্ধান্তই আমাদের দায়িত্ববোধের প্রমাণ। কিন্তু ভারতের আচরণ উলটো। তারা এশিয়া কাপে পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করেছে।”
সঙ্গে এও স্পষ্ট করে দেয় যে ভারতে বাবরদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পাক সরকার। ভারত সফরে যাতে পাকিস্তান দলকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়, সে বিষয়টিও সুনিশ্চিত করার আরজি জানানো হয়েছে আইসিসি এবং বিসিসিআইকে।