নিউজ ডেস্ক: ভয়াবহ আগুন দিল্লির এইমস্(AIIMS) হাসপাতালে। সূত্রের খবর, হাসপাতালের এন্ডোস্কোপি ঘরে আগুন লাগে। রোগীদের তড়িঘড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি দমকলের ৮টি ইঞ্জিন। আধ ঘন্টার প্রচেষ্টায় হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে খবর, বেলা ১২টা নাগাদ জরুরি বিভাগ থেকে আগুন লাগার খবর দেওয়া হয় দমকলে। সেইসঙ্গে ভর্তি থাকা রোগীদের সঙ্গে সঙ্গে নিরাপদ জায়গায় স্থানান্তরীত করা হয়। খবর পাওয়া মাত্র প্রথমে এসে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। কিন্তু তাতে আগুন নিয়ন্ত্রণে আনতে অসুবিধা হচ্ছিল কর্মীদের। অবশেষে পরিস্থিতি সামাল দিতে দমকলের আরও দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আধ ঘন্টার প্রচেষ্টায় হাসপাতালের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী।
পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে এসে পৌঁছন এমসের ডিরেক্টরও। এমসের এন্ডোস্কোপি বিভাগটি দোতলায়। ঠিক তার নিচেই জরুরি বিভাগটি। জানা গিয়েছে, আগুন লাগার কারণে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে জরুরি বিভাগটি। ফলে চিকিৎসার জন্যে যারা হাসপাতালে যাচ্ছেন, তাদের সাফদারজাঙ্গ হাসপাতালে রেফার করে দেওয়া হচ্ছে বলে খবর।