নিউজ ডেস্ক: উপত্যকায় জঙ্গি দমনে বড় সাফল্য পেল ভারতীয় সেনা। নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই জঙ্গি। এলাকায় এখনও চলছে তল্লাশি।
সূত্রের খবর, সোমবার ভোর রাতে পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে পাক নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল দুই জঙ্গি। ঘটনাটি জওয়ানদের নজরে আসতেই গুলি চালাতে শুরু করেন তারা। দু’পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর জম্মু-কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার যৌথ বাহিনীর প্রচেষ্টায় প্রথমে নিকেশ হয় এক জঙ্গি। অপর জঙ্গি দীর্ঘক্ষণ লড়াইয়ের পর নিয়ন্ত্রণ রেখা দিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময়েই নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় সে।
এদিনের জঙ্গি দমনের ঘটনাটি প্রকাশ করেন জম্মুর প্রতিরক্ষা PRO লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্তওয়াল। তিনি বলেন ভোর ২টো নাগাদ অনুপ্রবেশের ঘটনাটি গর্হি ব্যাটেলিয়নের নজরে আসে। এরপরই গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী।
প্রসঙ্গত, বেশকিছু দিন ধরে রাতের অন্ধকারে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আবহে দেশে বড়সড় হামলার ছক কষছে তারা। কিছুদিন আগে কুপওয়ারার কুলগাম জেলার হালান জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় ভারতীয় জওয়ানরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেন তারা। দু’পক্ষের গুলির লড়াই শুরু হলে গুরুতর জখম হন ভারতীয় সেনার তিন জওয়ান। হাসপাতাল নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
তবে সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই যোগ্য জবাব দিয়েছেন জওয়ানরা। রবিবার কুপওয়ারা বেসের তাঙধার সেক্টরের দাখেন-আমরোহী এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। সেই সময় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ফলে স্বাভাবিকভাবে দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। জওয়ানদের গুলিতে খতম হয় এক জঙ্গি। মৃতর কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে খবর।