নিউজ ডেস্ক: স্বপ্নের খুব কাছে চন্দ্রযান-৩(Chandrayaan3)। চাঁদের মাটিতে পা রাখতে আর মাত্র ৪,৩১৩ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তাকে। এবার এমনই তথ্য দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো(ISRO)। শনিবার পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথে সফলভাবে প্রবেশ করে মহাকাশযানটি। রবিবার রাতে প্রথমবার কক্ষপথ বদলও করে চন্দ্রযান-৩। এবার আরও একধাপ ভিতরের কক্ষপথে পৌঁছে গিয়েছে সে।
চন্দ্রপৃষ্ঠে অবতরণের আগে চন্দ্রদর্শন করে ফেলেছে ইসরোর স্বপ্নের এই মহাকাশযান। চাঁদের খুব কাছে থাকাকালীন বেশকিছু ছবিও পাঠিয়েছে সে। ইতিমধ্যেই সেই ছবি ট্যুইটও করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিকে অন্ধকার। তার মধ্যে ধূসর রঙের একটি গোলক, চাঁদ। চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো অংশও ধরা পড়েছে ভিডিওতে।
১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রওনা দেয় ‘চন্দ্রযান-৩’। উৎক্ষেপণের ২২ দিন পর শনিবার পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের কক্ষপথে প্রবেশ করে সে। আর এই ২২ দিনের যাত্রা খুব সহজ ছিল না। তবে ধাপে ধাপে প্রতিটি পর্যায় সফলভাবে পেরিয়েছে চন্দ্রযান-৩।
যদিও এখন সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মহাকাশযানটিকে। চন্দ্রপৃষ্ঠে ‘সফট ল্যান্ডিং’। আগামী ২৩ আগস্ট বিকেলে রোভার প্রজ্ঞানকে চাঁদের মাটিতে নিরাপদে আলতোভাবে অবতরণের কথা ল্যান্ডার বিক্রমের। আর তার জন্যে একটু একটু করে গতি কমাতে হবে মহাকাশযানটিকে। যাকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় লুনার বাউন্ড ম্যানুভার নাম্বার(LBN)। চার বছর আগে ঠিক এই পর্যায়ে ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান-২(Chandrayaan2)। আর এই পরীক্ষা সফলভাবে উত্তীর্ণ হলে নয়া ইতিহাস গড়বে চন্দ্রযান-৩। সেইসঙ্গে মহাকাশ গবেষণায় নতুন মাত্রা পাবে ইসরো(ISRO)।