নিউজ ডেস্ক: চলতি বছরের অস্কার মঞ্চে ভারতীয় চলচ্চিত্রের গুণে মুগ্ধ হয়েছে গোটা দুনিয়া। অস্কারের মঞ্চে জায়গা করে নিয়েছিল দক্ষিণী সিনেমার গান সহ স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র। স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে সেরার শিরোপা জিতে নেয় ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবিটি। গত মার্চ মাসে হয়ে গিয়েছে অস্কারের অনুষ্ঠান। স্মারক গ্রহণ করেছিলেন পরিচালক কার্তিকি গনসালভেস ও প্রযোজক গুনীত মোঙ্গা। দেশে ফিরলে সাই স্মারক তুলে দেন গজরাজের মাহুত দম্পতির হাতে। যাদের জন্যই এই সফল তথ্যচিত্র।অস্কারের পুরস্কার হাতে হাসি মুখে ছবি তুলেছিলেন তাঁরা। সেই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে।
তবে সম্প্রতি নির্মাতাদের প্রতি অভিযোগ এনেছেন ওই মাহুত দম্পতি। বোমান ও বেলির দাবি, অস্কার পাওয়ার পাঁচ মাস কেটে গেলেও ন্যায্য পারিশ্রমিক পাননি তাঁরা। তামিলনাড়ুর মুদুমালাই অঞ্চলের বাসিন্দা বোমান ও বেলি। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন এক হস্তীশাবককে। তারপর সন্তান স্নেহে বড়ো করে তুলেছিলেন ওই হস্তীশাবক রঘুকে। পরে আরো এক হস্তীশাবক, আম্মু আসে তাঁদের কোলে। তাদের যত্নে কোনো খামতি না থাকলেও নিজেদের জীবনধারণের প্রয়োজনীয় অর্থ জোটাতে হিমসিম খেতে হয় তাঁদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বোমান জানান, অস্কার জয়ের পর থেকে তাঁদের পাত্তা দেয়নি নির্মাতারা। বারবার অনুরোধ করা সত্ত্বেও পারিশ্রমিক দেননি তাঁরা। কার্তিকীকে ফোন করলে পরে ফোন করবেন বলে কেটে দেন কিন্তু একদিন একদিন করে কেটে গিয়েছে পাঁচ মাস। তাঁদের জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র অস্কার পেলেও তাঁরা ন্যায্য পারিশ্রমিক পাননি তা নিয়ে হতাশার সুর স্পষ্ট তাঁদের গলায়।