নিউজ ডেস্ক: শীঘ্রই মুক্তি পেতে চলেছে এক গুচ্ছ তারকা সন্তানদের প্রথম ছবি ‘দ্য আর্চিস’। ওটিটি প্ল্য়াটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি। শাহরুখ কন্যা সুহানাও রয়েছে এই ছবিতে। তবে শুধুমাত্র ওটিটি নয় বিটাউনের রুপোলি পর্দাতেও এবার দেখা যাবে তাঁকে। বড় পর্দায় তাঁকে আনতে চলেছেন বলিউডের বাদশার ঘনিষ্ট বন্ধু করণ জোহর। বারবার স্বজনপোষণের অভিযোগ এসেছে তাঁর বিরুদ্ধে। তবুও তারকা সন্তানদের কেরিয়ার তৈরি করেছেন নিজের হাতে।
প্রথমে শাহরুখ পুত্র আরিয়ানকে বারবার বড়পর্দায় আসতে অনুরোধ করেছিলেন তিনি। যদিও সে প্রস্তাব নাকচ করে দেন আরিয়ান। অভিনয়ের চেয়ে নিজের ব্যবসা ও ক্যামেরার পিছনেই স্বছন্দ তিনি। তাই চলতি বছরের শুরুতে পোশাকের ব্যবসার পরেই আনতে চলেছেন নিজস্ব পরিচালনায় ওয়েব সিরিজ। শাহরুখ খান ও রণবীর সিংহকে ক্যামিও চরিত্রে দেখা যাবে ওই ওয়েবসিরিজে।
জোয়া আখতার পরিচালিত ছবি ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখছেন সুহানা। আর বড়পর্দায় তাঁর হাত ধরে নিয়ে যাবেন করণ। শাহরুখ খান এবিষয়ে কিছু না বললেও বিটাউনে গুঞ্জন, প্রেমের ছবিতেই নাম লিখিয়েছেন সুহানা। তবে তাঁর বিপরীতে কে থাকবেন তা এখনো জানা যায়নি। কানাঘুষোয় শোনা যাচ্ছে চলতি বছরের শেষের দিকেই শুরু হবে এই ছবির শুটিং।