নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার লোকসভার অধিবেশন শুরু হতেই স্পিকার ওম বিড়লার সচিবালয় থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি জানান হয়। বিবৃতিতে লেখা, সুপ্রিম কোর্টের রায়ের পর রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
মোদী পদবি অবমাননা মামলায় দোষী সাব্যস্ত হন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মামলার শুনানিতে ২ বছরের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকার জরিমানা ধার্য হয় রাহুলের বিরুদ্ধে। এরপর সাংসদ পদ খারিজ হয়ে যায় তাঁর।
শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে রাহুলের সেই শাস্তির উপর স্থগিতাদেশ দেওয়া হয়। শীর্ষ আদালতের সেই রায়ের ৪৮ ঘন্টা পরই রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সচিবালয়ের তরফে বিবৃতি পাওয়ার পরই সোমবার দুপুরে সংসদের বাদল অধিবেশনে যোগও দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। উল্লেখ্য, এদিনের এই ঘটনার ফলে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে অংশগ্রহণ করতে পারবেন রাহুল।