নিউজ ডেস্ক: দেশ বনাম ক্লাব! এই বিতর্ক অতীতে বহুবার ঘটেছে। আবার সেই বিতর্ক দানা বাঁধছে। মঙ্গলবার ক্লাবগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা ভারতীয় টিমের কোচ ইগর স্টিমাচের। কিন্তু সেই বৈঠকে বসার আগেই ভুবনেশ্বরে জাতীয় শিবিরে দিনক্ষণ বদলে গেল। পিছিয়ে গেল জাতীয় শিবির। ১২ই আগস্ট থেকে শিবির শুরু হওয়ার কথা ছিল। তা পিছিয়ে দেওয়া হল। জানা যাচ্ছে শিবির শুরু হবে ২০শে আগস্টের পর।
এএফসি অনুর্ধ্ব ২৩ বছর বয়সীদের এশিয়ান কোয়ালিফায়ার রাউন্ডে ভারত মালদ্বীপ, চীন, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ খেলবে। এই শক্তিশালী দলগুলির বিরুদ্ধে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট লম্বা প্রস্তুতি চেয়েছিল। কিন্তু আইএসএলের দলগুলি ফুটবলারদের ছাড়তে নারাজ। এর পিছনে কারণ হিসেবে মনে করা হচ্ছে বিভিন্ন ক্লাব দলগুলি নিজেরাও অন্যান্য টুর্নামেন্ট খেলছে। তার মধ্যে যেমন জাতীয় স্তরে রয়েছে তেমনি আন্তর্জাতিক মানেরও খেলা রয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট ও ওড়িশা খেলবে এএফসি টুর্নামেন্ট খেলবে। ডুরান্ড কাপ খেলছে।
অন্যদিকে আবার মুম্বই সিটি এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলার জন্য নিজেদের প্রস্তুত করছে। জাতীয় দলের প্রস্তুতি পর্বের স্থগিতাদেশের বিষয়ে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সচিব শাজি প্রভাকরণ বলেন, ‘ডুরান্ড কাপ ও আইএসএল দলগুলির প্রথম প্রস্তুতির জন্য ভারতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের প্রস্তুতি শিবির আগামী ২০ আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। ফুটবলারদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেটাই থাকবে।’