নিউজ ডেস্ক: প্যারিস সাঁ জাঁ ছাড়তে চাইলেন নেইমারও। ফ্রান্সের ক্লাব ছেড়ে ইতিমধ্যেই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। অনুশীলনে না এসে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করেছেন কিলিয়ান এমবাপেও। এমন অবস্থায় দল ছাড়তে চাইছেন ব্রাজিলের তারকাও। তিনি বার্সেলোনায় ফিরতে চান বলে ব্যাপক গুজব গোটা ইউরোপে।
প্যারিসের ক্লাবটিতে ছ’বছর ধরে খেলছেন নেইমার। এক ফরাসি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, এ বারের দলবদলের মরসুম শেষ (৩১ অগস্ট) হওয়ার আগেই তিনি পিএসজি ছাড়তে চাইছেন। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে এই ক্লাবে এসেছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। কিন্তু গত মে মাসে পিএসজি সমর্থকেরা তাঁর বাড়ি ঘিরে বিদ্রুপ করেছিলেন, তা ভাল লাগেনি নেইমারের। এর পরেই তিনি পিএসজি ছাড়ার সিদ্ধান্ত নেন বলে মনে করা হচ্ছে। প্যারিসের ক্লাবও রাজি নয় তাঁকে রাখতে রাজি নয়। কিন্তু মেসিকে রাখার জন্য নেইমারকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা ছিল প্যারিস সাঁজাঁর। এখন মেসি চলে যাওয়ায় নেইমারকে রাখতে অসুবিধা নেই ফরাসি ক্লাবের। কিন্তু নেইমার থাকতে রাজি নন।
অন্য দিকে, এমবাপেকে অনুশীলন করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্যারিস সঁ জরমঁ কর্তৃপক্ষ। এমবাপে এখন অনুশীলন করছেন ক্লাবের অতিরিক্ত ফুটবলারদের সঙ্গে। সতীর্থদের ক্ষুব্ধ এমবাপে বলেছেন, যে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে ক্লাবের প্রথম দলকে হারানোর ক্ষমতা রয়েছে তাঁদের।