নিউজ ডেস্ক: সুযোগ পেলে কাজ লাগাচ্ছেন। কিন্তু সুযোগ না পেলে শেষপর্যন্ত কী করবেন? অনেকটা বাধ্য হয়েই ছাড়ছেন নিজের দেশ। পাকিস্তানের হয়ে ১৫ বছর ক্রিকেট খেলার পরে সে দেশের ক্রিকেটকে বিদায় জানালেন ফাওয়াদ আলম। তিনি আর পাকিস্তানের হয়ে খেলবেন না। বদলে আমেরিকার লিগে খেলবেন তিনি। ১৫ বছর ধরে খেললেও ধারাবাহিক ভাবে কোনও দিনই দলে সুযোগ পাননি আলম। ২০২২ সালের জুলাই মাসের পর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। নিয়মিত সুযোগ না পাওয়ার ফলেই পাকিস্তান ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০০৭ সালে পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে অভিষেক আলমের। ২০০৯ সালে টেস্ট অভিষেকেই শতরান করেছিলেন তিনি। কিন্তু তার পরেও ধারাবাহিক ভাবে খেলতে পারেননি এই বাঁ হাতি ব্যাটার। পাকিস্তানের ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও ছোট ফরম্যাটেও ধারাবাহিক ভাবে খেলতে পারেননি আলম। বার বার দল থেকে বাদ পড়ায় নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। পাকিস্তানের হয়ে ২০১৫ সালে শেষ এক দিনের ম্যাচ ও ২০১০ সালে শেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। কিন্তু টেস্ট দলে খেলেছেন তিনি।