নিউজ ডেস্ক: ভারতের মাটিতে বিশ্বকাপ ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে দেখা যেতে পারে এক ভারতীয়কে। তিনি তনবীর সাংঘা। অস্ট্রেলিয়া টিমের স্পিনার। অস্ট্রেলিয়ায় জন্ম ও বড় হয়ে ওঠা তনবীরের। ৯০-এর দশকে তাঁর পরিবার পঞ্জাবের জলন্ধর থেকে অস্ট্রেলিয়ায় চলে যান। মূলত পড়াশোনার জন্যই তাঁরা দেশ ছাড়েন। সেখানে গিয়ে তাঁর বাবা পড়াশোনার পাশাপাশি ট্যাক্সি চালানো শুরু করেন। তাঁর মা অ্যাকাউনটেন্টের চাকরি পান।
একমাত্র সন্তানকে দিয়েছিলেন ক্রিকেট অ্যাকাডেমিতে। ২০২০ সালে তনবীর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন। তিনি সিডনি থান্ডারের হয়ে খেলেছিলেন। মাত্র ১৯ বছর বয়সে তিনি নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ডাক পান। অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পাওয়া চতুর্থ ভারতীয় বংশোদ্ভত হিসেবে রেকর্ড তৈরি করেন তিনি। তাঁর আগে অস্ট্রেলিয়া দলে হয়ে খেলেছিলেন গুরিন্দর সাধু, স্টুয়ার্ট ক্লার্ক এবং ব্রান্সবি কুপার।
বিগ ব্যাশ লিগে সাংঘা ১৪টা ম্যাচে ২১টা উইকেট নেন। নিজের অভিষেক মরশুমেই তিনি চমক দেখান। তাঁকে খুঁজে পান স্পিনার ফাওয়ার্ড আহমেদ। সাংঘা প্রথমে পেসার হিসেবে কেরিয়ার শুরু করেন। পরের দিকে স্পিনার হয়ে যান। ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সবথেকে বেশি উইকেট নেন তিনি। ৬টা ম্যাচে তিনি ১৫টা উইকেট নিয়েছিলেন। যারমধ্যে একটি ম্যাচে ছিল পাঁচ উইকেট আর ৪টে করে উইকেট দুটো ম্য়াচে নিয়েছিলেন। এবার আন্তর্জাতিক সিনিয়র দলের ক্রিকেটে আনকোরা ক্রিকেটারকে দিয়ে কিছুটা ফাটকা খেলতে চাইছে অস্ট্রেলিয়া।
এবার বিশ্বকাপে প্যাট কামিন্সের নেতৃত্বে খেলতে নামবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে যেসব প্লেয়ারকে দলে রেখেছে অস্ট্রেলিয়া প্রত্যেকেই আই পিএলে খেলেছেন। ৮ অক্টোবর ভারতের বিরুদ্ধে চেন্নাইতে ম্যাচ অজিদের। তারআগে ৭ থেকে ২৭ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সে সময় তাঁকে জাতীয় দলে দেখা যাবে।