নিউজ ডেস্ক: ঘুমন্ত অবস্থায় মণিপুরের বিষ্ণুপুরে তিন নিরীহ গ্রামবাসীকে হত্যা করেছিল একদল দুষ্কৃতী। হত্যাকারীদের গ্রেফতারে রাজ্য পুলিশকে বাধা দেয় এলাকায় নিরাপত্তায় নিযুক্ত অসম রাইফেলসের জওয়ানরা। এবার এই অভিযোগে জওয়ানদের বিরুদ্ধে মামলা রুজু করল মণিপুর পুলিশ।
এফআইআর’এর তথ্য অনুযায়ী, শনিবারের ঘটনার পর আততায়ীদের উদ্দেশ্যে তদন্ত অভিযান শুরু করে রাজ্য পুলিশ। সেই সময় কোয়াকতার ফোলজাং এলাকায় কুতুব ওয়ালি মসজিদের কাছে তাদের সামনে যেতে বাধা দেয় অসম রাইফেলসের ৯ নম্বর ব্যাটেলিয়ান। সেকারণেই জওয়ানদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে FIR’এ জানায় রাজ্য পুলিশ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৫ আগস্ট ফৌগাকচাউ ইখাই থানায় FIR দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয়দের সঙ্গে নৃশংস আচরণ করছে আধা সামরিক বাহিনী অসম রাইফেলস। বেশকিছু দিন ধরে কেন্দ্রীয় জওয়ানদের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠছে। এমনকি, কুকি সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ‘নির্মম নৃশংসতা’র অভিযোগে মণিপুরের পাঁচ জেলায় প্রতিবাদও শুরু করে মেইতেই মহিলা সংগঠন ‘মেইরা পাইবি’। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় অসম রাইফেলসের জওয়ানদের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে এসেছে জওয়ানদের বিরুদ্ধে মামলা রুজুর ঘটনাটি।
মণিপুর পুলিশের অভিযোগ, গত তিন মাসে বহুবার রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাদের বাধা দিয়েছে জওয়ানরা। এই নিয়ে বেশ কয়েকবার বাদানুবাদেও জড়িয়ে পড়ে দুই পক্ষ। সম্প্রতি সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।