নিউজ ডেস্ক: চক দে ইন্ডিয়া!
বিশ্বের দরবারে আবারও সাফল্যের নিশান ওড়ালো ভারতের খেলোয়াড়রা। দুর্ধর্ষ পারফরম্যান্সে
জিতে নিল ২৬টি পদক। ক্রীড়াক্ষেত্রে ভারতের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ,
উচ্ছ্বসিত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দেশের গর্ব ঐ খেলোয়াড়দের কুর্নিশ জানিয়ে
টুইটও করেন নরেন্দ্র মোদী।
গত ২৯ জুলাই
চিনের ছেংতু শহরে শুরু হয়েছে ৩১তম World University Games। আর এই প্রতিযোগিতাতেই পরপর
২৬টি পদক জয় করে ভারত। এর আগে এই প্রতিযোগিতায় একসঙ্গে এতগুলি পদক পায়নি ভারত। প্রথম দিনই সোনার হ্যাটট্রিক করে ভারত। এছাড়া একটি ব্রোঞ্জও আসে ভারতের ঝুলিতে।
তারপর খেলা যত এগোতে থাকে ততই ভারতের ঝুলিতে পদকের সংখ্যা বাড়তে থাকে। মোট ১১টি সোনা
সহ ২৬টি পদক এসেছে ভারতের ঝুলিতে।
আরও পড়ুন: Canada League: কানাডা লিগে সেরা ক্রিকেটারের পুরস্কার অর্ধেক একর জমি
এদিন খেলোয়াড়দের
প্রশংসা করে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘৩১ তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি
গেমসে ভারতীয় খেলোয়াড়রা ২৬টি পদক নিয়ে রেকর্ড গড়ে ফিরে এসেছেন। আমাদের সবচেয়ে ভালো
পারফরম্যান্স ছিল এটি। যার মধ্যে ১১টি সোনা, ৫টি রুপো এবং ১০টি ব্রোঞ্জ রয়েছে। যাঁরা
গোটা দেশকে গৌরবান্বিত করে তুলেছে এবং আগামী দিনের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করেছে,
সেই সমস্ত অসাধারণ ক্রীড়াবিদদের স্যালুট।‘এই বিশাল সাফল্যের জন্য পদকজয়ী ক্রীড়াবিদ,
তাঁদের পরিবার এবং কোচদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। টুইটারে পদকজয়ীদের ছবিও
তুলে ধরেছেন তিনি।