নিউজ ডেস্ক: এমিলিয়ানো মার্তিনেজের পর আর এক বিশ্বজয়ী ফুটবলার পা রাখছেন কলকাতায়। তিনি অ্যাঞ্জেল দি মারিয়া। মার্তিনেজ এসেছিলেন শহরে এসেছিলেন কয়েকটি প্রোগ্রামে। এ বার দি মারিয়ার আগমন অবশ্যই শারদোৎসবের পরে। কিছু পূজোর উদ্বোধন করতে। কিছু ঠিক না হলে চোখবন্ধ করে বলে দেওয়া যায়, শ্রীভূমি স্পোর্টিং, সহ একাধিক পূজোতে পা রাখবেন তিনি।
সব ঠিক থাকলে পুজোর কলকাতায় ফুটবলময় হবে শহর। কারণ ওই সময়ই কলকাতায় আসার কথা আর্জেন্টাইন মহাতারকার। যার হাত ধরে কলকাতা ঘুরে গিয়েছেন মার্টিনেজ সেই শতদ্রু দত্তই দি’মারিয়াকে কলকাতায় আনার উদ্যোগ নিয়েছেন। দিন তারিখ এখনও চূড়ান্ত না হলেও যা শোনা যাচ্ছে তাতে ২১ অক্টোবরের থেকে ২৬ অক্টোবরের মধ্যে ওই বিশ্বজয়ীর পায়ের ছাপ পড়তে চলেছে ভারতীয় ফুটবলের মক্কায়।
জুলাইয়ের গোড়াতে আড়াই দিনের জন্য এ শহরে পা রেখেছিলেন মেসির বিশ্বজয়ী দলের গোলরক্ষক এমি মার্টিনেজ। ওই আড়াই দিনের প্রতিটি মুহূর্তে একেবারে তারিয়ে তারিয়ে উপভোগ করেছে ফুটবল পাগল বাঙালি। ‘দিবু’কে এক ঝলক দেখার, বা তাঁকে স্পর্শ করার ‘লোভে’ ময়দানে ভিড় জমিয়েছিলেন আট থেকে আশি হাজার হাজার ফুটবলপ্রেমী। আসলে সদ্য বিশ্বজয়ী গোলরক্ষকের জনপ্রিয়তা এখন গোটা বিশ্বেই তুঙ্গে। দি’মারিয়া এলেও সেই একই দৃশ্য কলকাতা দেখবে সেটা বলাই বাহুল্য। কারণ জনপ্রিয়তার নিরিখে এক বিন্দু কম যান না আর্জেন্টিনার এই উইঙ্গার।
দি’মারিয়ার পূর্ণাঙ্গ সফরসূচি না জানা গেলেও মোটের উপর জানা গিয়েছে পুজোর সময় তাঁর আসার সম্ভাবনাই বেশি। ঠিক ওই সময় আবার মধ্যগগণে চলবে ক্রিকেট বিশ্বকাপও। অর্থাৎ একদিকে বিশ্বকাপ, অন্যদিকে দি’মারিয়া, সেই সঙ্গে পুজোর ছুটি। ক্রীড়াপ্রেমীদের জন্য এ যেন সোনায় সোহাগা। অতএব, ক্রীড়াপ্রমীরা প্রস্তুত হন মহাযজ্ঞের জন্য।