নিউজ ডেস্ক: প্যারিস সাঁজার সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে সদস্য ও সমর্থকদের। কেন প্যারিস সাঁজার স্টোরে বিক্রি হবে মেসির জার্সি? প্রশ্ন সোশাল মিডিয়াতে প্রশ্ন প্যারিসের ক্লাবের সদস্য-সমর্থকদের। খোদ প্যারিস সাঁজার সদস্যরা প্রশ্ন তুলেছেন ক্লাবের নৈতিকতা নিয়ে। টুইটারে ক্লাব স্টোরের ছবি দিয়ে মেসির জার্সি বিক্রির ভিডিও আপলোড করেছেন সদস্য-সমর্থকরা। পাশাপাশি মেসি পরামর্শ দিয়েছেন ক্লাবের বিরুদ্ধে এখনই আইনী নোটিশ ধরাতে। কারণ বহুদিন প্যারিস সাঁজাকে বিদায় জানিয়েছেন মেসি। তাই তাঁর জার্সি ক্লাবের স্টোরে বিক্রি করা যায় না।
প্যারিস সাঁজা সদস্য-সমর্থকদের এই অনুরোধ মেসির কাছে পৌঁছে গিয়েছে কীনা, তা অবশ্য জানা নেই। জানা নেই আইনী নোটিশ ধরানোর আদৌ কোনও প্রয়োজন আছে কীনা। কিন্তু সোশাল মিডিয়াতে এই মেসির জার্সি বিক্রির ছবি ভাইরাল হওয়ার পরে, একটি ব্যাপার পরিষ্কার, ক্লাব কতূপর্ক্ষের আচরণে অসন্তুষ্ট সদস্য- সমর্থকরা।
মেসি ক্লাব ছেড়েছেন। ক্রমশ জলঘোলা হচ্ছে এমবাপেকে নিয়ে। কী হবে পরিষ্কার নয়। নেইমারকে নিয়ে অবশ্য চিন্তায় নেই সদস্যরা। গতবার ক্ষিপ্ত হয়ে তাঁরা একযোগে নেইমারের বাড়িতে হানা দিয়েছিল। তা নিয়ে নেইমারের চাপা অসন্তোষ ছিলই। নেইমারও বার্সেলোনার যাওয়ার চেষ্টা করছেন। না হলে খেলবেন প্যারিস সাঁজাতে, একেবার অবাঞ্জিত অতিথি হিসেবে। নেইমার তা ভালো করেই জানেন। তবে মেসি নয়, প্যারিস সাঁজার স্টোরে মেসির জার্সি বিক্রির ছবিটা নিয়ে আলোচনা শুরু করেছে ইন্টার মিয়ামির কর্তারা।